কালা চশমায় ভাইরাল নীল-তৃণা, প্রেমদিবসে ঝড়ের বেগে ভাইরাল নবদম্পতীর নাচ

Published : Feb 14, 2021, 07:26 PM IST
কালা চশমায় ভাইরাল নীল-তৃণা, প্রেমদিবসে ঝড়ের বেগে ভাইরাল নবদম্পতীর নাচ

সংক্ষিপ্ত

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছে নীল তৃণা  বিয়ের পর প্রথম প্রেমদিবস  হিন্দি গানে জনমিয়ে নাচ  সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা টলিসেলেব জুটির 

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসে টলিউড তারকা জুটি তৃণা ও নীল। দীর্ঘ দিন প্রেম পর্বের পর চার হাত এক হয় এই জুটির। প্রথম থেকেই নিজেদের সম্পর্ককে চুটিয়ে উপভোগ করে তা হ্যাপিনিং করে রেখেছেন তাঁরা। এক কথায় বলতে গেলে, যেভাবে সকলের চোখের সামনে ফুঁটে ওঠে এই সেলেবের রিলেশনের ফ্রেম, তাতে বলাই চলে চুটিয়ে উপভোগ করছেন তাঁরা একে অন্যের সঙ্গ। যাকে বলা চলে লাভবার্ড। 

আরও পড়ুন- বাধ্য হয়ে পুত্রবধূর কাছে টাকা ধার নিয়েছিলেন অমিতাভ, বিপদে কত টাকা দিয়ে সাহায্য করেছিলেন ঐশ্বর্য

প্রেমদিবসে সেই জুটির মনেই ফুর্তির ছবি এবার হল ফ্রেমবন্দি। বলিউড গান কালা চশমাতেই পায়ে পা মেলালেন এই জুটি। নেচে শেয়ার করলেন ভিডিও। মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল। ভক্তদের নজরে এলো সেই ছবি। তৃণা ও নীল, দুজনেই এবার ফিরেছেন সেটে। তবে ভালোবাসার দিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন ভুললেন না তিনি। নীল বরাবরই নাচতে ও ভিডিও পোস্ট করতে ভালোবাসেন। 

 

 

বিয়ে নিয়ে নার্ভাসের কথা শেয়ার করতেই নীল এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি সুযোগ পেলেই একটু নেচে নেবেন। আর সেই কথাটাই বিবাহ আসর জুড়ে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন নীল। মুহূর্তে নজরে এসেছিল সকলেই সেই স্টানিং লুকের ডান্স ডুয়ো। ভ্যালিন্টাইন্স ডে-তেও তার ব্যতিক্রম হল না। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা