নতুন লুকে শুভশ্রী! শাড়ি আর বেল্টে, ফিউশন সাজে মাতালেন নায়িকা

  • শুধু ছবিতে অভিনয়ই নয়, ফ্যাশন দুনিয়ায় কী ভাবে পাকাপাকি জায়গা করতে হয়, তা ভালই জানা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
  • তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়
  •  প্রায়ই বিভিন্ন ডিজাইনারের পোশাকে ফোটোশ্যুট করেন নায়িকা
swaralipi dasgupta | Published : Jun 4, 2019 5:55 AM IST / Updated: Jun 04 2019, 11:26 AM IST

শুধু ছবিতে অভিনয়ই নয়, ফ্যাশন দুনিয়ায় কী ভাবে পাকাপাকি জায়গা করতে হয়, তা ভালই জানা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। প্রায়ই বিভিন্ন ডিজাইনারের পোশাকে ফোটোশ্যুট করেন নায়িকা। 

পশ্চিমী পোশাক থেকে এক্কেবারে এথনিক সবই রয়েছে শুভশ্রীর এই ফ্যাশন সম্ভারে। এবার তিনি দেখালেন শাড়িতেও কীভাবে ফিউশন ছোঁয়া আনা যায়।

Latest Videos

এই ফোটোশ্যুটে দেখা যাচ্ছে শুভশ্রী কালো ও গোলাপির মিশেলে একটি শাড়ি পড়েছেন। সঙ্গে ব্লাউজ হিসেবে পরেছেন সুইটহার্ট নেক-এর একটি কালো শিয়ার টপ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রীর কালো বেল্ট। এই বেল্টটিই পুরো সাজটিকে ফিউশন করে তুলেছেন। শুভশ্রীর কানের দুল, চুড়ি ও আংটি-ও পুরো সাজটিকে সম্পূর্ণ করেছে। 

 

 

তবে এই সাজটিতে মেক আপ ও হেয়ার স্টাইলের কথা আলাদা করে বলতেই হয়। শুভশ্রীর চুলে ফিশ টেল ব্রেড এই সাজের সঙ্গে মানানসই। এছাড়া বোল্ড ভুরু ও পিচ ব্রাউন মেক আপ চোখে পড়ার মতো। সঙ্গে ছোট্ট কালো টিপ ফিউশন লুকের সঙ্গে সুবিচার করেছেন। ‌

 

 

প্রসঙ্গত, প্রথম বিবাহবার্ষীকির ঠিক আগেই দুজনে মিলে দুবাই ঘুরে এলেন। কোনও ছবির শ্যুটিং-এ নয়। দুজনে  স্রেফ ছুটি কাটাতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে শুভশ্রী স্কাই ডাইভিং করেন। সেই ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল স্কাই ডাইভিং-এর। আজ সেই স্বপ্ন সত্যি হওয়ার দিন। 

বিবাহবার্ষিকীর ঠিক আগে এক্কেবারে নতুন লুক-এও ভক্তদের সামনে ধরা দেন শুভশ্রী। একঢাল লম্বা চুল কেটে তিনি অ্যাঙ্গেলড বব কাট করেন। তবে এই ছোট চুলও যেভাবে ক্যারি করছেন তাতে তাঁকে টলি ডিভাই লাগছে। বিবাহবার্ষিকীর দিন টারকোয়েজ গ্রিন রংয়ের রাফল শাড়িতেও নজর কাড়ছিলেন শুভশ্রী। সঙ্গে ছিল তাঁর মিষ্টি পোষ্য জিল্য়াটো।
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee