পিছিয়ে গেল ছবি মুক্তির দিন, প্রকাশ্যে পরিণীতা ছবির নতুন পোস্টার

Published : Jul 24, 2019, 01:45 PM ISTUpdated : Jul 24, 2019, 05:04 PM IST
পিছিয়ে গেল ছবি মুক্তির দিন, প্রকাশ্যে পরিণীতা ছবির নতুন পোস্টার

সংক্ষিপ্ত

পরিণীতা ছবির নতুন পোস্টার প্রকাশ্যে শুভশ্রীর নতুন লুকে ছবিকে ঘিরে প্রশ্ন সম্প্রতিই প্রকাশ পেতে চলেছে ছবির নতুন গান পিছিয়ে গেল ছবি মুক্তির দিন

প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পরই ছবিকে ঘিরে দর্শকের মনে কৌতুহলের সঞ্চার হয়েছিল। সেখানেই ধরা পড়েছিল শুভশ্রী ও ঋত্বিকের সিঁদুরে রাঙা ছবির প্রথম লুক। এক অনবদ্য প্রেম কাহিনি নিয়ে হাজির হতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তী। ছবির নাম পরিণীতা। কিন্তু সেই ছবির ট্রেলার মুক্তির পরই কেমন যেন বদলে গিয়েছিল বাবাই দা ও মেহুলের সম্পর্কের সমীকরণ। তারই ইঙ্গিত মিলল এবার ছবির নতুন পোস্টারে।

 

 

আরও পড়ুনঃ অনবদ্য ট্রেলার উষ্কে গেল কৌতুহল, একমাস পরেই মুক্তি পাবে পরিণীতা

আগোছালো চুল, কপালে লেপটে থাকা সিঁদুরে প্রকাশ্যে আসে মেহুলের সম্পর্কের পরিণতি। ছবির ট্রেলারেই তা  স্পষ্ট হয়েছিলেছিল। মেহুল ও বাবাই দা-র প্রেমের পরিণতিতে নেই সহজ সমাধান। বাবাই দা-র আত্মহত্যাতেই ভেঙে পড়ে মেহুলের স্বপ্নের জগত। তারপরই নয়া মোড় নেয় ছবির গল্প। হালকা মেজাজের খুনসুটির প্রেমের গল্পের সেই ভাঙনেরই ইঙ্গিত দিল এই পোস্টার।

 

 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে ছবির নতুন গান। কয়েকদিনের মধ্যেই ছবির পরবর্তী গান সেই তুমি। তবে এখনই দেখা মিলছে না এই ছবির। পিছিয়ে গেল পরিণীতা ছবি মুক্তির দিন। অগাস্ট মাসের পাঁচ তারিখে এই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু তা বদল করে বর্তমানে করা হয়েছে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ।

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?