নতুন বছরে সমস্ত দুঃখকে ভুলে এগিয়ে যেতে হবে, বার্তা সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের

Published : Jan 02, 2021, 12:31 AM IST
নতুন বছরে সমস্ত দুঃখকে ভুলে এগিয়ে যেতে হবে, বার্তা সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের

সংক্ষিপ্ত

নতুন বছরে অতীতকে ভুলে এগিয়ে যাওয়া এই প্রতিজ্ঞাই নিলেন নুসরত জাহান পোস্ট করলেন ভিডিও শুভেচ্ছাবার্তায় ভরল সোশ্যাল মিডিয়া  

অভিশপ্ত ২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই। কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। অন্যান্য বছরের নিউ ইয়ার ইভের চেয়ে এই বঠরের নিউ ইয়ার অবশ্যই ছিল আলাদা। ২০২০-র মত অভিশপ্ত বছর আর নেই বলেই দাবি মানুষের। যার জেরে উদ্দাম সেলিব্রেশনের সহিত ২০২০-কে বিদায় জানাল বিশ্ববাসী।

নতুন বছরে অতীতকে ভুলে এগিয়ে যাওয়া। এই প্রতিজ্ঞাই নিলেন নুসরত জাহান। পোস্ট করলেন ভিডিও। শুভেচ্ছাবার্তায় ভরল সোশ্যাল মিডিয়া।

 

 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা