ওটিটি-তে 'তিকিতাকা', ফুটবল প্রেমের সঙ্গে লুকিয়ে রহস্য, তুলে ধরবেন 'পরিচালক' পরমব্রত

Published : Sep 02, 2020, 09:28 PM IST
ওটিটি-তে 'তিকিতাকা', ফুটবল প্রেমের সঙ্গে লুকিয়ে রহস্য, তুলে ধরবেন 'পরিচালক' পরমব্রত

সংক্ষিপ্ত

ওটিটি-তে ডিরেক্টোরিয়াল ডেবিউ পরমব্রত চট্টোপাধ্যায়ের জি ফআইভে আসছে 'তিকিতাকা' ফুটবলারের সঙ্গে 'রাজু'র গল্পকে নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য ছবির ভিন্ন ভাবনায় থাকছে চমক 

পরমব্রত চট্টোপাধ্যায়ের ওটিটি-তে ডিরেক্টোরিয়াল ডেবিউ। জি ফাইভে মুক্তি পেতে চলেছে 'খেলেছি আজগুবি'। ছবির হিন্দি টাইটেল হল 'তিকিতাকা'। ভারতে আসা সেনেগালের এক ফুটবলারের সঙ্গে রাজু নামক একটি চরিত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। পরমব্রত রয়েছেন রাজুর চরিত্রে। ড্রাগ পাচারকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। ছবিটির জনরাহ কমেডি। গল্প লিখেছেন রোহম ঘোষ এবং শৌভিক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুনঃক্রমশ বেরিয়ে আসছে গোপনাঙ্গ, হাই-থাই স্লিটে সাংঘাতিক ঝুঁকি নেন প্রিয়ঙ্কা

দু'বছর আগে ছবির কাজ শেষ হয়ে গেলেও এবার সে ছবি মুক্তি পাচ্ছে ওটিটির পর্দায়। হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই দেখা যাবে ছবিটি। ১১ সেপ্টেম্বর জি ফাইভে প্রিমিয়ার হবে ছবিটির। বনির চরিত্রে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। চরিত্রটি একজন চিত্র সাংবাদিকের। অন্যদিকে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। ছবিতে পিকের চরিত্রে অভিনয় করছেন তিনি। 

আরও পড়ুনঃঅভিনয়ের আগেই 'কৃষ্ণকলী'র নীলের ফ্যান বেস, তাবড় তাবড় হিরোদের হার মানাবে 'নিখিল'

আরও পড়ুনঃবলিউডে টিকতে গেলে প্রয়োজন ফর্সা ত্বক, বিদেশে গায়ের রঙের উপর কোটি টাকা খরচা করেন এই নায়িকারা

ছবির পোস্টারটি পরমব্রত এবং ঋতাভরী নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। যার পর থেকেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। এমন অভিনব চিত্রনাট্য এই বছরের নানা ক্রাইম-থ্রিলারের মাঝে একটু স্বস্তি এনে দেবে। ইতিমধ্যেই ফুটবলপ্রেমীরাও বেশ উত্তেজিত হয়ে উঠেছে 'তিকিতাকা' নিয়ে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার