মহানায়ক আজও 'মাস্টারমশাই', প্রয়াণ দিবসে গুরুকে প্রণাম প্রসেনজিৎ-সৃজিতের

  • বাঙালির হার্টথ্রব উত্তম কুমারের আজ ৪০ তম প্রয়াণ দিবস
  • আজও বাঙালির মনে অমলিন উত্তম কুমার
  • প্রসেনজিৎ নিজের সোশ্যালে উত্তম কুমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন
  •  সৃজিতও পুরোনো স্মরণী বেয়ে মহানায়কের স্মৃতিচারণায় একটি ছবি শেয়ার করেছেন

বাঙালির হার্টথ্রব উত্তম কুমার। মহানায়কের জীবনটাই যেন পুরো একটা সিনেমার গল্প। আজ তিনি আর নেই, পরে রয়েছে শুধু স্মৃতিটুকুই। তবে যা কিছু তিনি দিয়ে গেছেন, তা আর দ্বিতীয়টি গড়ে তোলা সম্ভব হবে না। আজ তার ৪০ তম প্রয়াণ দিবস। আজ বাঙালির মন ভারাক্রান্ত। আজকের দিনেই রঙ্গমঞ্চকে বিদায় জানিয়ে পরলোকে যাত্রা করেছিলেন উত্তম।  আজকের দিনেই বাংলা সিনেমার এক অধ্যায়ের শেষ হয়েছিল। আজও বাঙালির মননে অমলিন উত্তম কুমার। কারণ বাংলা স্বর্ণযুগের সিনেমার সেরা আবিস্কারই এই 'মহানায়ক'।

আরও পড়ুন-'একটি যুগের অবসান, শেষবারের মতো দেখতেও পাব না ঠাম্মাকে', শোকপ্রকাশ নাতনি ও সেলেবদের...

Latest Videos

কিংবদন্তি অভিনেতার প্রয়াণ দিবসে সকল বাঙালির মনই ভারাক্রান্ত। পরলোক গমনের ৪০ টি বসন্ত তিনি পার করেছেন। মহানায়কের প্রয়াণ দিবসে অভিনেতাকে নিয়ে আবেগে ভাসলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমার আজও তার কাছে 'মাস্টারমশাই'। প্রসেনজিৎ নিজের সোশ্যালে উত্তম কুমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে অভিনেতা বললেন, 'উত্তমজ্যেঠু, তোমার রেখে যাওয়া কাজ আজও আমার কাছে অভিনয় শেখার ব্যাকরণের বই। তোমার এমন ভুবনভোলানো হাসি ও মনমুগ্ধ করা চোখের চাহনি বাঙালি সিনেপ্রেমীর কাছে আজও এক এবং অদ্বিতীয়। প্রয়াণদিবসে তোমাকে স্মরণ করে জানাই আমার অন্তরের প্রণাম।'

 

 

টলিপাড়ার স্বনামধন্য পরিচালক সৃজিতও পুরোনো স্মরণী বেয়ে মহানায়কের স্মৃতিচারণায় একটি ছবি শেয়ার করেছেন। মহারাজা ও মহানায়ক একই ফ্রেমে। অসাধারণ ছবিতে মনটা যেন আরও ভারাক্রান্ত হয়ে উঠেছে। সৃজিত লিখেছেন, '৪০ বছর পরেও, এখনও ছবিটায় তুমি থাকলেই সবার জন্য যথেষ্ট। সে আমজনতাই হোক কিংবা ঠান্ডা ঘরে বসে থাকা কোনও ব্যক্তিই হোক,  প্রয়াণ দিবসে গুরুকে জানাই প্রণাম।'

 

সিনেমাপ্রেমীদের কাছে সত্যিই তিনি একযুগের নয়, বরং জন্ম জন্মান্তরের 'মহানায়ক'। আজও স্মৃতির পাতায় উজ্জ্বল তার এক গাল হাসি ভরা মুখ।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি