বাকরুদ্ধ প্রসেনজিৎ, অভিষেকের আকস্মিক মৃত্যুতে মুখ খুলতে পারছেন না টলিপাড়ার সুপারস্টার

মাত্র ৫৭ বছর বয়সে অভিষেকের চলে যাওয়াটা (Actor Abhishek Chatterjee Passes Away) বিনোদন জগতের জন্য বড় ক্ষতি। অভিনেতার আকস্মিক মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমসারির সংবাদমাধ্যমকে গভীর শোকপ্রকাশ করে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) জানিয়েছেন, একের পর এক মৃত্যু দেখছি আর প্রতিক্রিয়া দিয়েই চলেছি। এ যেন থামছেই না। তবে আজ সকালে অভিষেকের খবরটা শোনার পর এই প্রথম সংবাদমাধ্যমকে জানাচ্ছি, আমি আজ কোনও প্রতিক্রিয়া দিতে পারব না। ওর বিয়েতে আমি ছিলাম বরকর্তা। ওই দিনটার কথা আজ ভীষণ ভাবে মনে পড়ছে। ওর সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই সারাজীবন রেখে দিতে চাই। এর থেকে আমি আর কোনও শব্দই ব্যবহার করতে পারব না।

সাতসকালেই অভিষেক চট্টোপাধ্য়ায়ের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা টলিউউকে। টলি ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা, যা সামলাতে পারছেন না অনুরাগী তথা বন্ধুরা। টলিউডের দুঃসময় আর কাটবে না। একের পর এক মৃত্যুর খবরে ভেঙে চুরমার বিনোদন জগত।  রাত ১ টার পরই আনোয়ার শাহ রোডের বাড়িতে  প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন জগতে নক্ষত্রপতন যেন অকল্পনীয়। হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। বাংলা চলচ্চিত্রের একটা সময় বক্স অফিসে একটানা হিরো ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Actor Abhishek Chatterjee Passes Away)। মাত্র ৫৭ বছর বয়সে অভিষেকের চলে যাওয়াটা বিনোদন জগতের জন্য বড় ক্ষতি। অভিনেতার আকস্মিক মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায় (Popular Bengali Actor Abhishek Chatterjee) । অভিনেতার মৃত্যুর খবর কোনওভাবেই বিশ্বাস হচ্ছে না। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া (Actor Abhishek Chatterjee Passes Away)। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ছুটে গেছেন টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। আজই অভিনেতা শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতার মৃত্যুতে বাকরুদ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  প্রথমসারির সংবাদমাধ্যমকে গভীর শোকপ্রকাশ করে প্রসেনজিৎ জানিয়েছেন, একের পর এক মৃত্যু দেখছি আর প্রতিক্রিয়া দিয়েই চলেছি। এ যেন থামছেই না। তবে আজ সকালে অভিষেকের খবরটা শোনার পর এই প্রথম সংবাদমাধ্যমকে জানাচ্ছি, আমি আজ কোনও প্রতিক্রিয়া দিতে পারব না। ওর বিয়েতে আমি ছিলাম বরকর্তা। ওই দিনটার কথা আজ ভীষণ ভাবে মনে পড়ছে। ওর সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই সারাজীবন রেখে দিতে চাই। এর থেকে আমি আর কোনও শব্দই ব্যবহার করতে পারব না।

Latest Videos

 

 

প্রসেনজিৎ ও অভিষেকের যে একটা সময় সুসম্পর্ক তা আর বলার অপেক্ষা রাখে না। একসঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন প্রসেনজিৎ ও অভিষেক। একে অপরের পারিবারিক  অনুষ্ঠানে একসময় যাতায়াত ছিল তাদের। নব্বই-এর দশকে যদি বাংলার চলচ্চিত্রের মশালাদার ছবিতে বক্স অফিসে লক্ষ্মী টানায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন এক নম্বর জুটি তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)।  প্রসেনজিৎ, তাপস পালদের সঙ্গে এক সারিতেই তার নাম সর্বদাই জ্বলজ্বল করত। তবে একটা সময় পরে প্রসেনজিতেক সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। তখন নাম না নিয়েই নানা রকমের অভিযোগও তুলেছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণার বিরুদ্ধে। যদিও এই অভিযোগের কোনও উত্তরই দেননি প্রসেনজিৎ।

 

 

আরও পড়ুন-গাঢ় চুম্বন থেকে উদ্দাম সঙ্গমে মত্ত স্বামী, ইমরানের পরিণতি জানলে শিউরে উঠবেন

আরও পড়ুন-বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, সেক্সি ফিগারে ঘাম ঝরাচ্ছেন মিনিশা

আরও পড়ুন-'পথভোলা' থেকে 'খড়কুটো',সিনেমা থেকে ধারাবাহিকে স্বমহিমায় অভিষেক,ফিরে দেখা 'মিঠু'র সফরনামা

 

টলি ইন্ডাস্ট্রির প্রতিভাশালী অভিনেতা উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো তারকাদের সঙ্গেও তার সাবলীল অভিনয় প্রশংসা কুড়িয়েছে। প্রথমসারির অভিনেত্রী ঋতুপর্ণা, শতাব্দী রায়ের সঙ্গেও চুটিয়ে কাজ করে অভিনয় দক্ষতা নিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়  । তার দাপুটে অভিনয় আজও সবার হৃদয়ে দাগ কেটে গেছে। বাংলা সিনেমায় একটা সময় সাফল্য ও দাপটের সঙ্গে কাজ করলেও নায়ক থেকে আচমকাই পার্শ্বনায়কের চরিত্রে বেশি দেখা যেত অভিষেককে। সেই নিয়েও আক্ষেপের সুর ফুটে উঠেছিল অভিষেকের গলায়। প্রথমসারির অভিনেতা হয়েও বঞ্চনার শিকার হতে হয়েছিল অভিষেককে। একের পর এক ছবি থেকেও বাদ পড়তে হয়েছিল অভিনেতাকে (Abhishek Chatterjee has Passed Away)।  সেই সময়টায় কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন অভিষেক, যাত্রা ও মাচা করেই সংসার চালাতে হয়েছিল অভিষেককে। একটা সময় মাঝে টলিউড থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তারপরই বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ধারাবাহিকে স্বমহিমায় ফিরে এসেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। একাধিক সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়ে দিয়েছিলেন। 'ইচ্ছেনদী', 'পিতা', 'অপুর সংসার', 'কুসুম দোলা', 'ফাগুন বউ', 'অন্দরমহল',  'মোহর', 'আঁচল', 'চোখের তারা তুই',  'খড়কুটো' -র মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছিলেনঅভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার আকস্মিক প্রয়াণে বাংলার বিনোদন জগৎ শোকস্তব্ধ (Abhishek Chatterjee has Passed Away)।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র