টোন্ড স্কিন থেকে বোল্ড লুক, বয়সকে তুড়ি মেরে উড়িয়ে আজও ভাইরাল রচনা, কীভাবে

  • স্টানিং লুকে টলিউডের হট ডিভা রচনা
  • ফিগার ধরে রেখে আজও রচনা টেক্কা দিচ্ছেন জেন ওয়াইকে
  • রূপের রহস্যের সন্ধানে সকল ভক্তই 
  • কীভাবে িজেকে ধরে রাখেন তিনি 

টলিউডের হট ডিভা রচনা বন্দ্যোপাধ্যায়। একের পর এক ছবি একসময় তিনি করেছেন। কিন্তু একটা সময়ের পর বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন রচনা বন্দ্যোপাধ্যায়। টলিউড থেকে বলিউড সফরে যিনি বলে বলে ছক্কা হাঁকিয়েছেন, তিনিই এখন ছোট পর্দার মাধ্যে দর্শকের ড্রিংরুমে। তাঁর লুক থেকে স্ক্রিনে উপস্থাপনা, এক কথায় সবই দশে দশ। কীভাবে নিজেকে ধরে রাখেন রচনা, সেই প্রশ্নই মুখে মুখে ফেরে ভক্তদের। প্রশ্ন করলেই উত্তর মেলে একটাই, ডাবের জল। 

 

Latest Videos

 

রচনা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে ডাবের জল পান করে থাকেন। আর জল, শরীরকে ডিহাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করেন তিনি। আর সকলকে সেই উপদেশই দিয়ে থাকেন রচনা। বয়সকে তুড়ে মেরে উড়িয়ে ফ্ললেস স্কিনে ভাইরাল টলিউড হট ডিভা। সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ছবি পোস্ট হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। ক্লোজআপ হোক বা লং শর্ট, সব ফ্রেমেই রচনা হিট। 

 

 

 

গতবছর নিজের গার্ল গ্যাং-এর সঙ্গে বিদেশ সফরে গিয়ে ঝড় তুলেছিলেন রচনা। হটপ্যান্টের সঙ্গে ক্রপটপে উষ্ণতা ছড়িয়েছিলেন নেটদুনিয়ায়। আজও যেন তাঁর সেই ত্বকের রহস্য দর্শক মনে কৌতুহলের সঞ্চার করে। যদিও রচনা বরাবরই খুব ঘড়ি ধরেই চলতে পছন্দ করেন। শরীরের কোনও অনিয়ম পছন্দ করেন না তিনি। তবে কড়া ডায়েট মেনেই নিজেকে ধরে রেখেছেন অভিনেত্রী। 

Share this article
click me!

Latest Videos

দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন