সৃজিত-মিথিলার বাড়িতে নতুন অতিথি, ছাদেই কাটছে বাংলাদেশি সুন্দরীর সময়

  • সৃজিত-মিথিলা বাড়িতে নতুন অতিথি
  • রঙ বেরঙের অতিথিদের নিয়ে সময় কাটছে মিথিলার
  • সেই অতিথিদের ছবি পোস্ট করলেন বাংলাদেশি সুন্দরী
  • ছাদেই তৈরি মিথিলার নতুন জগৎ

বাড়ির ছাদই এখন রফিয়ত রসিদ মিথিলার নতুন জগৎ। যেখানে নিজের সময় অন্যভাবে কাটাতে পছন্দ করেন মিথিলা। নতুন করে ছাদ সাজিয়ে সেখানে গাছও রেখেছেন। সৃজিত মুখোপাধ্যায় এবং মেয়ে আয়রার সঙ্গে সেখানেই অধিকাংশ সময় কাটান মিথিলা। সেই পছন্দের জায়গায় এখন নতুন অতিথির আগমণ হয়েছে। সেই রঙ বেরঙের অতিথিদের ছবি শেয়ার করলেন বাংলাদেশের মিথিলা। 

হলুদ ও কমলা রঙের গাঁদা, হলুদ রঙের অন্য একটি ফুলও ফুটেছে মিথিলার শখের বাগানে। সেগুলির যত্ন নিতেই ব্যস্ত মিথিলা। সূর্যাস্তের ছবিও পোস্ট করেছেন মিথিলা। সম্প্রতি সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মিথিলা। সঙ্গে ছিল মেয়ে আয়রাও। নিজেদের বাড়ির ছাদকে একেবারে নতুননত্যভাবে যত্ন নিয়ে সাজিয়েছেন তাঁরা। সেখানেই একটি সাদা দোলনায় বসে রয়েছেন তিনজন। আকাশের চাঁদের আলো, সৃজিতের কাঁধে মাথা রেখে বসে মিথিলা। 

Latest Videos

আরও পড়ুনঃশাহরুখ-গৌরির দিল্লির বাড়ি এক রাতের জন্য আপনার, সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন কিং খান

 

 

কোলে রয়েছে ছোট্ট আয়ারা। এ যেন পিকচার পারফেক্ট। এই না হলে সুখি পরিবার। মিথিলার যেকোনও পোস্ট দেখা মাত্রই নেটবাসীদের উৎসাহ তুঙ্গে। বিনোদনপ্রেমীদের কাছে ছাড়াও নেটদুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়। তাঁদের বিভিন্ন পোস্ট নিত্যদিন ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এপার বাংলা ও ওপার বাংলার প্রেমে মিশে গিয়েছে দুই বাংলার মানুষজন।  

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?