রাজ চক্রবর্তীর ছবির যাবতীয় আপডেট মিলবে এবার কোথায়, জানালেন পরিচালক নিজেই

Published : Jun 25, 2019, 12:22 PM IST
রাজ চক্রবর্তীর ছবির যাবতীয় আপডেট মিলবে এবার কোথায়, জানালেন পরিচালক নিজেই

সংক্ষিপ্ত

রাজ চক্রবর্তীর নতুন চ্যালেন সেখানেই এবার থেকে দেখা মিলবে নতুন ছবির রাজ চক্রবর্তীর ছবি সংক্রান্ত সব খবরাখবর থাকবে এখানেই সোশ্যাল মিডিয়ায় লাইভ-এ এসে জানালেন সেই খবর রাজ শুভশ্রী

রাজ-শুভশ্রী জুটির নতুন ছবি পরিণীতা। তাই নিয়ে টলি পাড়ায় জল্পনা এখন তুঙ্গে। কবে মিলবে ছবির প্রথম পোস্টার, কবেই বা দেখা মিলবে ট্রেলারের, এবার সেই সব প্রশ্নের উত্তর দিলেন খোদ পরিচালক। শুধু পরিণীতাই নয়, রাজ চক্রবর্তীর আগামী সব ছবি ও কাজেরই আপডেড মিলবে কোথায় তার উত্তর পাওয়া গেল সোমবার বিকেলে। 
সোমবার শুভশ্রী ও রাজ চক্রবর্তী, ফেলবুক লাইভে আসেন। সেখানেই তারা একের পর এক নতুন অ্যানাউন্সমেন্ট করে ফেললেন এই দিন। মিলল একাধিক খবর। তবে তারই মাঝে যে খবরটি সকলের নজর কাড়ল তা হল রাজ চক্রবর্তীর চ্যালেন। চ্যালেনের নাম রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট। এই ইউটিউব চ্যালেনেই এবার থেকে মিলবে সব খবর। কবে কখন কোথায় দেখা মিলবে ছবির টিজার থেকে ট্রেলার সেই তথ্যও মিলবে এখানে। তাই এই টলিউড দম্পতি একই সঙ্গে এই দিন ভক্তদের উদ্দেশ্যে জানালেন, রাজ চক্রবর্তীর ছবির আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করতেই হবে এই চ্যালেনটি।
এখানেই শেষ নয়, সঙ্গে তারা আরও জানান, আগামী ৪ঠা জুলাই নতুন ছবি পরিণীতার টিজার লঞ্চ করবেন তারা এই চ্যানেলেই। সেই দিন রথ যাত্রা, সেই উপলক্ষ্যেই তারা প্রকাশ্যে আনতে চলেছেন এই ছবির ট্রেলার। তার দেখাও মিলবে এই নতুন চ্যানেলে। তারই খবর প্রকাশ্যে এলো এই দিন। টলিউড দম্পতির এই নতুন উদ্যোগে বেশ খুশি ভক্তমহল। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার