রাজের ছবিতে সুগ্রীব-রাবণের ভূমিকায় কারা! পোস্ট ঘিরে তুমুল জল্পনা

  • হঠাৎ রামায়ণ নিয়ে এত মনোযোগী হয়ে পড়লেন রাজ চক্রবর্তী
  •  ইনস্টাগ্রামে সুগ্রীব আর রাবণের ছবি পোস্ট করলেন রাজ
  •  না না সত্যি রামায়ণের কোনও অংশ নয়
  •  সুগ্রীব রূপী অঙ্কুশ হাজরা ও রাবণের বেশে আবির চট্টোপাধ্যায়ের ছবি শেয়ার করলেন রাজ। 
     
swaralipi dasgupta | Published : Jun 12, 2019 6:15 AM IST / Updated: Jun 12 2019, 12:08 PM IST

হঠাৎ রামায়ণ নিয়ে এত মনোযোগী হয়ে পড়লেন রাজ চক্রবর্তী! ইনস্টাগ্রামে সুগ্রীব আর রাবণের ছবি পোস্ট করলেন রাজ। না না সত্যি রামায়ণের কোনও অংশ নয়। সুগ্রীব রূপী অঙ্কুশ হাজরা ও রাবণের বেশে আবির চট্টোপাধ্যায়ের ছবি শেয়ার করলেন রাজ। 

ছবিটিতে দেখা যাচ্ছে অঙ্কুশ সুগ্রীব সেজে ও আবির রাবণের কায়দায় দাঁড়িয়ে রয়েছেন। ছবির ক্যাপশনে রাজ লেখেন, এই ছবিটা মনে আছে? ছবিতে অঙ্কুশ ও আবিরকে ট্যাগ করেন রাজ। 

Latest Videos

 

 

এই ছবিটি আসলে কানামাছি ছবির একটি দৃশ্য। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল কানামাছি। এই ছবির পরিচালনা করেছিলেন খোদ রাজ চক্রবর্তীই। ছবির একটি গানে দুজনকে এই রূপে দেখা গিয়েছিল। কিন্তু এত বছর পরে এই ছবি কেন রাজ পোস্ট করলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই ছবি কি স্রেফ নস্টালজিয়ার খাতিরে পোস্ট করলেন, নাকি রাজ ও অঙ্কুশকে নিয়ে আবার কোনও ছবি তৈরি করতে চলেছেন রাজ তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। অনেকে আবার মনে করেছেন কানামাছির সিকোয়েল তৈরি করছেন রাজ। কানামাছি ছবিতে আবির ও অঙ্কুশের বিপরীতে দেখা গিয়েছিল সায়নী ও শ্রাবন্তীকে। 

 

 

প্রসঙ্গত, রাজ-শুভশ্রী সম্প্রতি ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে এক রেস্তোরাঁয় যান। ইন্দ্রনীলের স্ত্রী বরখা বিস্ত সেনগুপ্তেরও সেখানে যাওয়ার কথা ছিল, জানা যায় শুভশ্রীর ইনস্টাগ্রাম পোস্ট থেকেই। তাই জল্পনা শুরু হয়েছে, রাজের পরের ছবিতে কি ইন্দ্রনীলকে দেখা যাবে। 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর