'ফ্যাশনে পুরুষকে পৌঁছে দেন আন্তর্জাতিক স্তরে', ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যুতে শকড ঋতু-রাজ

Published : Sep 18, 2020, 11:02 AM ISTUpdated : Sep 18, 2020, 01:06 PM IST
'ফ্যাশনে পুরুষকে পৌঁছে দেন আন্তর্জাতিক স্তরে', ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যুতে শকড ঋতু-রাজ

সংক্ষিপ্ত

  প্রয়াত বিখ্য়াত ডিজাইনার শর্বরী দত্ত  পুরুষের পোশাকে তিনি এক অন্যমাত্রা এনেছিলেন  তাঁর মৃত্যুতে শোকস্তবদ্ধ টলিউড  ঋতুপর্ণা থেকে রাজ সকলেই শোক প্রকাশ করেছেন 


প্রয়াত বিখ্য়াত ফ্য়াশন ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা  নাগাত তাঁর নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে। তবে এখনও অবধি তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। টলিউড থেকে বচ্চন পরিবার, সর্বোত্র তাঁর কাজ প্রশংসা পেয়েছে।  বর্ষীয়ান এই  ফ্য়াশন ডিজাইনারের মৃত্যুতে শোকস্তবদ্ধ টলিউড। ঋতুপর্ণা থেকে রাজ চক্রবর্তী সকলেই শোক প্রকাশ করেছেন। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার