ঋতুপর্ণার জীবনে নতুন পথচলা, শুভেচ্ছায় ভরল সোশ্যাল মিডিয়া, নয়া চমক অভিনেত্রীর

Published : Jan 10, 2021, 08:27 PM IST
ঋতুপর্ণার জীবনে নতুন পথচলা, শুভেচ্ছায় ভরল সোশ্যাল মিডিয়া, নয়া চমক অভিনেত্রীর

সংক্ষিপ্ত

নতুন বছরে নতুন পথচলা ঋতুপর্ণা সেনগুপ্তের মনের আনন্দে শুরু করলেন নয়া জার্নি পাশে চাইলেন নিজের সকল অনুরাগীদের বিশেষ পোস্টে ভরল ভক্তদের শুভেচ্ছা  

গত বছর বিশ্ববাসীর মনে ছিল কেবল আতঙ্ক, ভয়। আপনজনের মৃত্যু দেখে তিলে তিলে কাটাতে হয়েছে অসংখ্য মানুষকে। দুঋখে ভরে গিয়েছিল প্রায় প্রতিটা মানুষের জীবন। কোথাও যেন সাধারণ ভাবে বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল সকলে। করোনা আবহে কেবল বেড়েছিল মৃত্যু, আশাঙ্কা। নতুন বছর আসতেই নতুন আশার আলো দেখার অপেক্ষায় তারা। করোনা এখনও বিদায় নেয়নি, তবে নিউ নর্ম্যালে ফিরে গিয়েছে প্রত্যেকে। নতুন ভাবে বাঁচার ইচ্ছে নিয়ে এগিয়ে চলেছে শহরবাসীও। সেখানেই থেমে নেই ঋতুপর্ণাও। 

কেবল সাধারণ মানুষের জীবনই নয়, অভিনেতা, অভিনেত্রী, গ্ল্যামারওয়ার্ল্ডও চরম ক্ষতির মুখ দেখেছে করোনা আবহে। মাসের পর মাস বাড়িতে বসে থাকা, হাতে কাজ না থাকা, শ্যুটিং সেটে না যেতে পারা। সব মিলিয়ে প্রত্যেক শিল্পী, টেকনিশায়নরা ক্ষতির মুখই দেখেছে গত বছর। তবে লকডাউনের পর শ্যুটিং শুরু হতেই নতুন করে বাঁচতে শিখেছে বিনোদন জগতের মানুষেরা। সাধারণ মানুষদের ফের বিনোদনের জোগান দিতে পেরে বেজায় খুশি ঋতুপর্ণার মত সকল তারকারা। 

আরও পড়ুনঃদিতিপ্রিয়ার রুফটপ Party, হাজির হল 'রাণী রাসমণি'র টিম, ভাইরাল ছবি

 

নতুন বছরে এক চমক নিয়ে হাজির হলেন ঋতুপর্ণা। নতুন পথচলায় সকলকে পাশে চাই অভিনেত্রীর। পোস্ট করলেন শ্যুটিং সেটের ছবি। নিজের ভ্যানিটি ভ্যানে উঠছেন তিনি। মেকআপ নেওয়ার আগে সাধারণ পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। ধূসর রঙের পালাৎজো, নীল রঙের লো নেক টপ এবং শ্রাগ। মুকে মাস্ক এখন নিত্যদিনের পোশাকের মতই হয়ে দাঁড়িয়েছে। ছবি পোস্ট করে লিখেছেন, "নতুন পথচলার জন্য প্রস্তুত। আমার পাশে থাকবেন।" হ্যাশট্যাগে নতুন ছবির বিষয় লিখেছেন। তবে টাইটেলের বিষয় এখনও খোলসা করেননি। ইতিমধ্যে সকলেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। 

 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার