ঋতুপর্ণার জীবনে নতুন পথচলা, শুভেচ্ছায় ভরল সোশ্যাল মিডিয়া, নয়া চমক অভিনেত্রীর

  • নতুন বছরে নতুন পথচলা ঋতুপর্ণা সেনগুপ্তের
  • মনের আনন্দে শুরু করলেন নয়া জার্নি
  • পাশে চাইলেন নিজের সকল অনুরাগীদের
  • বিশেষ পোস্টে ভরল ভক্তদের শুভেচ্ছা
     

গত বছর বিশ্ববাসীর মনে ছিল কেবল আতঙ্ক, ভয়। আপনজনের মৃত্যু দেখে তিলে তিলে কাটাতে হয়েছে অসংখ্য মানুষকে। দুঋখে ভরে গিয়েছিল প্রায় প্রতিটা মানুষের জীবন। কোথাও যেন সাধারণ ভাবে বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল সকলে। করোনা আবহে কেবল বেড়েছিল মৃত্যু, আশাঙ্কা। নতুন বছর আসতেই নতুন আশার আলো দেখার অপেক্ষায় তারা। করোনা এখনও বিদায় নেয়নি, তবে নিউ নর্ম্যালে ফিরে গিয়েছে প্রত্যেকে। নতুন ভাবে বাঁচার ইচ্ছে নিয়ে এগিয়ে চলেছে শহরবাসীও। সেখানেই থেমে নেই ঋতুপর্ণাও। 

কেবল সাধারণ মানুষের জীবনই নয়, অভিনেতা, অভিনেত্রী, গ্ল্যামারওয়ার্ল্ডও চরম ক্ষতির মুখ দেখেছে করোনা আবহে। মাসের পর মাস বাড়িতে বসে থাকা, হাতে কাজ না থাকা, শ্যুটিং সেটে না যেতে পারা। সব মিলিয়ে প্রত্যেক শিল্পী, টেকনিশায়নরা ক্ষতির মুখই দেখেছে গত বছর। তবে লকডাউনের পর শ্যুটিং শুরু হতেই নতুন করে বাঁচতে শিখেছে বিনোদন জগতের মানুষেরা। সাধারণ মানুষদের ফের বিনোদনের জোগান দিতে পেরে বেজায় খুশি ঋতুপর্ণার মত সকল তারকারা। 

Latest Videos

আরও পড়ুনঃদিতিপ্রিয়ার রুফটপ Party, হাজির হল 'রাণী রাসমণি'র টিম, ভাইরাল ছবি

 

নতুন বছরে এক চমক নিয়ে হাজির হলেন ঋতুপর্ণা। নতুন পথচলায় সকলকে পাশে চাই অভিনেত্রীর। পোস্ট করলেন শ্যুটিং সেটের ছবি। নিজের ভ্যানিটি ভ্যানে উঠছেন তিনি। মেকআপ নেওয়ার আগে সাধারণ পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। ধূসর রঙের পালাৎজো, নীল রঙের লো নেক টপ এবং শ্রাগ। মুকে মাস্ক এখন নিত্যদিনের পোশাকের মতই হয়ে দাঁড়িয়েছে। ছবি পোস্ট করে লিখেছেন, "নতুন পথচলার জন্য প্রস্তুত। আমার পাশে থাকবেন।" হ্যাশট্যাগে নতুন ছবির বিষয় লিখেছেন। তবে টাইটেলের বিষয় এখনও খোলসা করেননি। ইতিমধ্যে সকলেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। 

 

 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts