আজ বিশ্ব ইমোজি দিবস, নিজেই ইমোজি পোজে ছবি শেয়ার করলেন সায়ন্তিকা

Published : Jul 17, 2019, 01:20 PM IST
আজ বিশ্ব ইমোজি দিবস, নিজেই ইমোজি পোজে ছবি শেয়ার করলেন সায়ন্তিকা

সংক্ষিপ্ত

১৭ই জুলাই বিশ্ব ইমোজি দিবস  নিজেই ইমোজি পোজ দিলেন সায়ন্তিকা ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি নিজেই নতুন পোজ দিলেন অভিনেত্রী

আজ বিশ্ব ইমোজি দিবস। ম্যাসেজে যা হাজারও শব্দে অনুভুতিগুলো ব্যাখ্যা করা যেত না তা হয়তো একটা ক্লিকে। ফলেই ইমোজি এখন মনের কথা সহজেই বুঝিয়ে দিয়ে সকলের আঙুলের ডগায়। সেই ইমোজির বিশ্ব দিবসে নানা তারকার নানা অনুভুতি ইমোজির মাধ্যমে প্রফাইলে প্রকাশ পাচ্ছে। তবে টলিউডে এই অভিনেত্রী খোদ নিজের ইমোজি বানিয়ে ফেললেন নিজের ভক্তদের জন্য। যার মধ্যে প্রতিটি অনুভুতিই খুব সুক্ষ্মভাবে ধরা দিল  পোস্টে। তিনি হলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

 

 

মোট বারো মুডে বারো ইমোজির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখলেন এটা তাঁর নিজস্ব ইমোজি। ফলেই এবার থেকে ভক্তদের সঙ্গেই হোক বা বন্ধুদের সঙ্গেই হক, হলুদ, লাল, নীল ইমোজির সঙ্গে পাওয়া যাবে তাঁকেও।

 

আরও পড়ুনঃ সাত দিনে আড়াই কোটি ভিউ, পাঁচ বছরের ওলির গান ইউটিউবে ভাইরাল, দেখুন ভিডিও

বিশ্ব ইমোজি দিবসে সেই স্টিকারই প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতিই নিজের ট্রিপের কিছু ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন সায়ন্তিকা। সোশ্যাল মিডিয়া পেজে এই নায়িকা বেশ অ্যাক্টিভ। তাঁর শেষ করা ছবি শেষ থেকে শুরুতে সায়ন্তিকাকে দর্শক পেয়েছিল এক আইটেম ডান্স-এ। যেখানে তাঁর অনবদ্য নাচের তালে মধুবালা হয়েছিল সুপার হিট।  

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে