খুচরো পয়সার কেন এতো চাহিদা, উত্তরের সন্ধানে পর্দায় হাজির অর্পিতা

  • কেন প্রতি নিয়ত বেড়েই চলেছে খুচরো পয়সার চাহিদা
  • উত্তর খুঁজতে এবার হাজির অর্পিতা চট্টোপাধ্যায়
  • এবার পুলিশের ভূমিকায় বড় পর্দায় ফিরছেন নায়িকা
  • সম্প্রতি ওয়েব সিরিজেও অভিষেক ঘটিয়েছেন

বড় পর্দায় ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায়। তাঁর সাম্প্রতিক ছবি  ওনির-এর সঙ্গে। এই ছবি বক্স অফিসে সেভাবে প্রভাব না ফেললেও, থেমে থাকেনি অর্পিতা চট্টোপাধ্যায়ের পথ চলা। একের পর ফটো-শ্যুট, ফ্যাশন-শো-তে অংশ নেওয়া- বলতে গেলে অর্পিতা চট্টোপাধ্যায়ের রোজকার স্কেডিউলটা বেশ দীর্ঘ। ফের বড় পর্দার জন্য শ্যুটিং শুরু করছেন অর্পিতা। ছবির নাম 'রাইফেল'। তাঁর বিপরীতে রুদ্রনীল ঘোষ।

রূপক সাহার লেখা উপন্যার 'খুচরো পয়সা' গল্প অবলম্বণে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে অর্পিতা চট্টোপাধ্যায় অভিনয় করছেন পুলিশ অফিসারের ভুমিকায়। পরিচালক রাজর্ষি দে এই গল্প পড়া মাত্রই তা থেকে ছবি তৈরির সিদ্ধান্ত নেন। পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে কেন এত খুচরো পয়সার প্রয়োজন? কী হয় এই ধাতু গলিয়ে? সেই রহস্য সমাধানেই পর্দায় এবার হাজির অর্পিতা চট্টোপাধ্যায়। ১১ই জুন থেকে শুরু ছবির শ্যুটিং। কলকাতা, হাওড়া, হুগলী জেলার বেশ কিছু অংশ জুড়ে চলবে ছবির শ্যুটিং। ছবিতে অপর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছন কমলেশ্বর মুখোপাধ্যায়।

Latest Videos

রহস্যের এতো সবে শুরু। এবার মিতিন মাসি আত্মপ্রকাশ করতে চলেছে ওয়েব সিরিজে। সেখানেও মুখ্য ভুমিকায় অভিনয় করছেন অর্পিতা। তবে সিনে পর্দায় যে মিতিন মাসি নিয়ে ছবি তৈরি হচ্ছে তাতে মুখ্য চরিত্রে থাকছেন কোয়েল মল্লিক। এখন দেখার কোন মিতিন মাসি কাকে কত গোলে হারায়।

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News