'প্যাঁচা প্যাঁচানী'র হ্যাশট্যাগে টুইট মিথিলার, টলিউডে ফের গুঞ্জন

 

  • সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নিজেদের একান্ত মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিথিলা
  • ছবিগুলির পাশাপাশি একটি মজার ক্যাপশনও দিয়েছেন মিথিলা
  • সুকুমার রায়ের কবিতা 'প্যাঁচা আর প্যাঁচানী'র কিছু লাইন তুলে ধরেছেন মিথিলা
  • মিথিলার এই মজার পোস্টে টলিপাড়ার বিশিষ্টজনেরা বিভিন্নও কমেন্টও করেছেন

Riya Das | Published : Jan 22, 2020 9:04 AM IST / Updated: Jan 22 2020, 02:39 PM IST

সদ্যই কয়েকদিন আগে সাত পাকে বাঁধা পড়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং পদ্মাপারের ছোটপর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি দেখে মনে হচ্ছে এখন যেন হবু বরের বিয়ের রেশ কাটেনি। সম্প্রতি  মিথিলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেদের একান্ত মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলি দেখলে আপনার মন ছুঁয়ে  যেতে বাধ্য। কখনও বরের পাশে দাঁড়িয়ে, আবার কখনও সামনে, আবার বরের কাঁধে মাথা দিয়ে, আবার খানিক দূরে গিয়ে একে অপরের দিকে তাকিয়ে নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এই নবদম্পতি। 

 

আরও পড়ুন-মুঘল-ই-আজমের 'সিক্রেট' ছবি শেয়ার ঋষির, উস্কে দিলেন নস্ট্যালজিয়া...

তবে ছবিগুলি শেয়ার করার পাশাপাশি একটি মজার ক্যাপশনও দিয়েছেন মিথিলা। সুকুমার রায়ের কবিতা 'প্যাঁচা আর  প্যাঁচানী'র কিছু লাইন তুলে ধরেছেন মিথিলা । 'প্যাঁচা কয় প্যাঁচানী, খাসা তোর চ্যাঁচানি, শুনে শুনে আন্‌মন নাচে মোর প্রাণমন !, মাজা–গলা চাঁচা–সুর আহলাদে ভরপুর !, গলা–চেরা ধমকে গাছ পালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ গিট্‌কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্ !, যত ভয় যত দুখ দুরু দুরু ধুক্ ধুক্, তোর গানে পেঁচি রে সব ভুলে গেছি রে,চাঁদমুখে মিঠে গান শুনে ঝরে দু'নয়ান ৷' শুধু তাই নয়, হ্যাশট্যাগ  দিয়েও ' প্যাঁচা আর প্যাঁচানী' লিখেছেন।

আরও পড়ুন-'যেটা ভালবাসো সেটাই করো', মায়ের জন্মদিনে ক্যাসিনো সফরে বার্তা অক্ষয়ের...

মিথিলার এই মজার পোস্টে টলিপাড়ার বিশিষ্টজনেরা বিভিন্নও কমেন্টও করেছেন। বেশ কিছুদিন  ধরেই টলিপাড়ায় অন্দরে কান পাতলেই সৃজিত-মিথিলাকে নিয়ে  গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের ইতি টেনে আপাতত খোশমেজাজেই আছেন সৃজিত-মিথিলা। হিন্দু -মুসলিমের মিলন নয়, বরং  কাটাতারের ওপারে গিয়ে মনুষ্যত্বের মিলন ঘটিয়েছেন এই নবদম্পতি।

Share this article
click me!