পালিয়ে বিয়ে,মা হয়েছেন মাত্র ১৭ বছরে, ছেলে ঝিনুক নিয়ে বোমা ফাটালেন শ্রাবন্তী


টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। জীবনে হাজারো চড়াই-উতরাই থাকলেও হাসিমুখে সকলের সামনে নজর কাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। পান থেকে চুন খসলেই তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়। লক্ষ লক্ষ পুরুষের ক্রাশ শ্রাবন্তী এবার ফাঁস করলেন নিজের জীবনের ব্যক্তিগত কথা।

টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। জীবনে হাজারো চড়াই-উতরাই থাকলেও হাসিমুখে সকলের সামনে নজর কাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। পান থেকে চুন খসলেই তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়। লক্ষ লক্ষ পুরুষের ক্রাশ শ্রাবন্তী এবার ফাঁস করলেন নিজের জীবনের ব্যক্তিগত কথা।

অনেক ছোট বয়সেই পালিয়ে বিয়ে। তারপর ১৭ বছরেই মা হয়েছেন। যদিও সেই বিয়ে টেকেননি। পরিচালক রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্যু। তাকে নিয়ে সবকিছু শ্রাবন্তীর। ছেলেকে নিয়েই নিজের জীবনের মুশকিল আসান করেন নায়িকা। ছেলেকে আদর করে ঝিনুক বলেই ডাকেন নায়িকা। সম্প্রতি আসন্ন ছবি 'ভয় পেও না'-র প্রচারে ছেলেকে নিয়ে অকপট নায়িকা। ছোট বয়স থেকেই একা হাতেই ছেলেকে মানুষ করছেন শ্রাবন্তী। একের পর এক সম্পর্ক, বিয়ে, ডিভোর্স হলেও তার আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। একা হাতে কীভাবে ছেলেক মানুষ করলেন সেই প্রসঙ্গে অভিনেত্রী জানান, আমি এতটাই কম বয়সে মা হয়েছি তা ভাবতেই কেমন লাগে। তবে আমিই ওর মা, আমিই ওর বাবা। এভাবেই আমাদের জীবন এগিয়েছে। আমার ছেলেও খুব পরিণত। আমার সবকিছুতেই ঝিনুক থাকে আমার সঙ্গে।

Latest Videos

 

 

কয়েকদিন আগেই শ্রীজাতর 'মানবজমিন' ছবির সেটে দেখা গিয়েছিল অভিমন্যুকে। তবে কি  মায়ের মতোই অভিনয় জগতে আসবেন ঝিনুক। তবে এপ্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন,  ঝিনুক ইন্ডাস্ট্রিতে কাজ করবে তবে ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছনে।  বেশ কয়েকদিন  শ্রীজাতকে অ্যাসিস্টও করল। তবে পড়াশোনার খুব চাপ, তাই আগে ওটা সামলে তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করুক। তবে পেশা হিসেবে মা নয় বরং বাবার পথেই হাঁটতে চায় অভিমন্য়ু। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সর্বদাই শিরোনামে থাকেন শ্রাবন্তী পুত্র। প্রেমিকা দামিনীর সঙ্গে হামেশাই কাপল গোল দিতে দেখা যায় ঝিনুককে। অন্যদিকে  শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন  বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না  নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে। টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। 

আরও পড়ুন-একাধিক পুরুষের সঙ্গে সেক্স, কামের নেশায় আসক্ত সানিকে কীভাবে বিয়েতে রাজি করিয়েছিলেন ড্যানিয়েল

আরও পড়ুন- ২ মাসের প্রেগন্যান্ট ক্যাটরিনা, কবে আসবে নতুন অতিথি? মুখ খুললেন ভিকির মুখপাত্র

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন