শুভশ্রী-কোয়েল পুরনো অ্যালবাম ঘাঁটছেন! ফাদার্স ডে-তে নস্টালজিয়ায় দুই নায়িকা

swaralipi dasgupta |  
Published : Jun 16, 2019, 07:31 PM ISTUpdated : Jun 17, 2019, 10:42 AM IST
শুভশ্রী-কোয়েল পুরনো অ্যালবাম ঘাঁটছেন! ফাদার্স ডে-তে নস্টালজিয়ায় দুই নায়িকা

সংক্ষিপ্ত

পুরনো অ্যালবাম সব সময়েই মন ভাল করে দেয় মন খারাপে হোক বা অবসরে, পুরনো অ্যালবাম নিয়ে বসলে মুহূর্তে সময় কেটে যায় আর সেই অ্যালবাম যদি বিয়ের হয়, তা হলে সোনায় সোহাগা ফাদার্স ডে উপলক্ষে বিয়ের অ্যালবাম থেকেই ছবি পোস্ট করলেন শুভশ্রী  

পুরনো অ্যালবাম সব সময়েই মন ভাল করে দেয়। মন খারাপে হোক বা অবসরে, পুরনো অ্যালবাম নিয়ে বসলে মুহূর্তে সময় কেটে যায়। আর সেই অ্যালবাম যদি বিয়ের হয়, তা হলে সোনায় সোহাগা। ফাদার্স ডে উপলক্ষে বিয়ের অ্যালবাম থেকেই ছবি পোস্ট করলেন শুভশ্রী। 

ছবিতে দেখা যাচ্ছে বিয়ের দিন ও গায়ে হলুদের সময়ে শুভশ্রীকে আশীর্বাদ করছেন তাঁর বাবা। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, আমি জানি আমায় ধরার জন্য় তোমার হাত সব সময়ে থাকবে। আমি ভগবান দেখিনি কখনও। কিন্তু আমি তোমায় দেখেছি। তোমায় খুব ভালবাসি বাবা। 

 

 

শুধু শুভশ্রী নয়। কোয়েলও এদিন পুরনো একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট কোয়েল বাবা রঞ্জিত মল্লিকের কোলে।  ছবি দেখে বোঝা যায়,ওই ছোট মেয়েটি আজকের কোয়েল। 

 

 

প্রসঙ্গত, এই মুহূর্তে শুভশ্রী পরিণীতা ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। ছবির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে কোয়েলের হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবি। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর শেষ থেকে শুরু। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন জিৎ। ছবিটিতে অভিনয় করেছেন ঋতাভরীও। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার