বড়দিনে খুদে Santa ইউভান, ছেলেকে ঠোঁটের আদরে ভরিয়ে দিলেন রাজ-শুভশ্রী

Published : Dec 25, 2020, 07:18 PM ISTUpdated : Dec 26, 2020, 12:36 AM IST
বড়দিনে খুদে Santa ইউভান, ছেলেকে ঠোঁটের আদরে ভরিয়ে দিলেন রাজ-শুভশ্রী

সংক্ষিপ্ত

বড়দিনে এ কী কাণ্ড ঘটিয়ে বসল ছোট্ট ইউভান মা বাবার সঙ্গে বড়দিন পালন করতে গিয়ে ধরা পড়ল ছেলের দুষ্টুমি উপহারের বাক্সে গিয়ে লুকিয়ে রয়েছে Rowdy ছেলে ফোটোশ্যুট চলল এই ভাবেই

রাজ ও শুভশ্রী এবং ছেলে ইউভানের বড়দিন কেমন কাটছে। পোস্ট করা ছবি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ইউভান একেবারে শার্ট প্যান্ট পরে প্রথমবার বড়দিন পালনের জন্য একেবারে প্রস্তুত ছিল। সেই প্রস্তুতি বেড়ে গেল অনেকটাই। সেই প্রস্তুতির মাঝেই ইউভান এ কী কাণ্ড বাধালো। একেবারে উপহারের বাক্সে ঢুকে বসল। ছোট্ট ওই শরীর নিয়ে বড় উপহারের বাক্সে ঢুকে গিয়েছে ইউভান। বাইরে থেকে তাকে খুঁজে পাওয়া বেশ কঠিন। 

তবে এই আইডিয়া মা শুভশ্রী এভং বাবা রাজের। ছেলের প্রথম ক্রিসমাস বলে কথা, বিশেষত্ব তো থাকবেই। বেবি ফোটোগ্রাফই এখন রীতিমত জনপ্রিয় হয়ে উঠছে। ইউভানকে নিয়েও চলল ফোটোশ্যুট। স্যান্টা টুপি পরিয়ে তাঁকে রীতিমত খুদে স্যান্টা বানিয়ে ফেলা হয়েছে। মা ও বাবাকে পাশে নিয়ে চলল দেদার ফোটোগ্রাফি। বাড়িতেই তৈরি করা সেটেই চলেছে ইউভানের ফোটোশ্যুট। রাজ ও শুভশ্রীর অন্দরমহলে প্রবেশ করতেই চমক রইল একের পর এক। 

আরও পড়ুনঃবড়দিনে জয়া যেন 'লাল পরী', শুভেচ্ছা জানাতেই অনুরাগীদের ভিড় বাংলাদেশি সুন্দরীর প্রোফাইলে

 

আরবানা অ্যাপার্টমেন্টে সাজিয়ে ফেলেছেন ক্রিসমাস পার্টির জন্য। ইউভানের জন্যই বিশেষ করে আয়োজন করা হয়েছে এই পার্টি। যেখানে ক্রিসমাসের সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বাড়ির একাংশ। বাড়ির এক কোণায় তৈরি হয়েছে ক্রিসমাসের সেটআপ। তুলো দিয়ে বরফের দেশ। সেখানেই রয়েছে স্নোম্যান, রেনডিয়ার, উপহার, আলো ভরা সেই সেটআপ। মা-বাবার হাতে সাজানো এই সেটআপেই এখন মেতেছে ইউভান। ইউভানের ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রাজ এবং শুভশ্রীও স্যান্টা টুপি পরে ইউভানকে কোলে নিয়ে তুলেছেন ছবি। যা সকলের মনের মণিকোঠায় নিমেষে গিঁথে গিয়েছে। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা