আবারও স্য়োশাল মিডিয়ায় আক্রমণ, কু-মন্তব্যের মুখোমুখি স্বস্তিকা

Published : Oct 31, 2019, 04:06 PM ISTUpdated : Oct 31, 2019, 04:14 PM IST
আবারও স্য়োশাল মিডিয়ায় আক্রমণ, কু-মন্তব্যের মুখোমুখি স্বস্তিকা

সংক্ষিপ্ত

স্যোশাল মিডিয়ায় নানান কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হয়েছেন স্বস্তিকা অভিনেত্রীর সঙ্গে অনেক দিন ধরেই ঘটছে এই ঘটনা তবে চুপচাপ সহ্য করার পাত্রী নন তিনি কুরুচির মন্তব্যের যোগ্য জবাব দিয়েছেন স্বস্তিকা

বার বার স্যোশাল মিডিয়ায় নানান কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। প্রথম সারির এই টলি পাড়ার অভিনেত্রীর সঙ্গে অনেক দিন ধরেই ঘটছে এই ঘটনা। তবে চুপচাপ সহ্য করার পাত্রী নন তিনি। সেটা প্রমাণ করেছেন বারাবার। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। 

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতেই  স্বস্তিকা মুখোপাধ্যায় 'যৌনকর্মী' বলে মন্তব্য করেন রাম বণিক নামের একটি প্রোফাইল থেকে। তবে আশালীন এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন স্বস্তিকা। এমনকি স্যোশাল মিডিয়ায় বহু স্বস্তিকা ভক্তও পাল্টা জবাব দেন। 

এই ধরনের বিষয় আগেও ঘটেছে অভিনেত্রীর সঙ্গে। তবে প্রতিবারই তার পাল্টা জবাব চুপ করিয়ে দেয় হেটারসদের। কখনোই মুখ বুজে এই অসম্মান সহ্য করেন না তিনি। এবারেও রাম বণিক নামক প্রোফাইলটিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, 'ওঁরা খেটে খাওয়া মানুষ, তাই ওঁদের মত লাগাটা সম্মানের বিষয়, আপনিও নিজের মানসিকতা ওঁদের মত বড় করুন, দেখবেন নিজেকে নিয়েও গর্ব হবে।'

যদিও অভিনেত্রীর বা বাকি বহু ব্যক্তির মন্তব্যের পরেও চুপ থাকেননি রাম বণিক নামের প্রোফাইলটি। এর পরে আর নানান মন্তব্য করেন তিনি।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?