সোশ্য়াল মিডিয়ায় কু-মন্তব্যের যোগ্য জবাব দিলেন স্বস্তিকা

Published : Oct 10, 2019, 03:44 PM ISTUpdated : Oct 10, 2019, 04:21 PM IST
সোশ্য়াল মিডিয়ায় কু-মন্তব্যের যোগ্য জবাব দিলেন স্বস্তিকা

সংক্ষিপ্ত

টলি পাড়ার অভিনেত্রীর সঙ্গে বির্তক জড়িয়ে রয়েছে প্রথম থেকেই সোশ্য়াল মিডিয়ায় নানান কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে স্বস্তিকা তবে চুপচাপ সহ্য করার পাত্রী নন তিনি কুরুচির সেই প্রস্তাবের যোগ্য জবাব দিয়েছেন স্বস্তিকা

প্রথম সারির এই টলি পাড়ার অভিনেত্রীর সঙ্গে বির্তক জড়িয়ে রয়েছে প্রথম থেকেই। বার বার সোশ্য়াল মিডিয়ায় নানান কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে স্বস্তিকা মুখার্জীকে। তবে চুপচাপ সহ্য করার পাত্রী নন তিনি। সেটা প্রমাণ করেছেন বারাবার। এ বারেও তার ব্যতিক্রম হল না। 

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় আশালীন প্রস্তাব করা হয় একটি সুদীপ দত্ত নামের একটি প্রোফাইল থেকে। কুরুচির সেই প্রস্তাবের যোগ্য জবাব দিয়েছেন স্বস্তিকা। শুধু এই নয়, আশালীন সেই প্রস্তাবের স্ক্রীনশট নিয়ে পোস্ট করেন সোশ্য়াল মিডিয়াতে।

এই বিষয়ে স্বস্তিকা আগেও বলেছিলেন, প্রতিটা মেয়েরই নিজের অসম্মানের উপযুক্ত জবাব দেওয়া উচিৎ। কখনোই মুখ বুজে এই অসম্মান সহ্য করা উচিৎ নয়। এই বিষয়ে স্বস্তিকার পাশে দাঁড়িয়েছে। স্বস্তিকার প্রতিবাদের ফলে, এর বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। 'মেয়েদের চরিত্রে বরাবরই আঙ্গুল তোলে সমাজ, তবে পুরুষদের চরিত্রের বিচার কে করবে'- এমনও প্রশ্ন তোলেন অভিনেত্রী। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?