বিয়ের আগে হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন নুসরত

swaralipi dasgupta |  
Published : Jun 10, 2019, 03:19 PM IST
বিয়ের আগে হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন নুসরত

সংক্ষিপ্ত

সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই দ্বিতীয় সুখবটা দিয়ে দিয়েছেন নায়িকা নুসরত জাহান। আগামী ১৯ জুন শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে করছেন নুসরত জাহান। তার ঠিক আগেই হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন  নুসরত।   

সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই দ্বিতীয় সুখবটা দিয়ে দিয়েছেন নায়িকা নুসরত জাহান। আগামী ১৯ জুন শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে করছেন নুসরত জাহান। তার ঠিক আগেই হবু বরের সঙ্গে টিকটকে মাতলেন  নুসরত। 

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের সম্পর্ক বেশিদিন নয়। সাংসদ নির্বাচিত হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। কিন্তু ইতিমধ্যেই যে দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম বেশ জমে উঠেছে, তা এই মজার টিকটক ভিডিও দেখলেই বোঝা যায়। 

প্রসঙ্গত, নুসরতের সঙ্গে নিখিলের আলাপ একটি শাড়ির বিজ্ঞাপন থেকে। পুজোর সময়ে আলাপ, তার পরে প্রেম। তারপরেই দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন।

কিন্তু এই শহরে বিয়ে করছেন না নুসরত। বলিউড সেলেবদের মতোই ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন নুসরত ও নিখিল। আগামী ১৭ জুন ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নুসরত ও নিখিল। সেখানেই  ১৯ থেকে ২১-এর মধ্য়ে বিয়ের আসর বসবে নায়িকার। তবে এই বিয়ের অনুষ্ঠানে কেবল পাত্র পাত্রীর কাছের লোকজনই উপস্থিত থাকবেন। বিয়ের কোনও ছবি যাতে বাইরে ফাঁস না হয়ে যায়, সেই ব্যাপারেও ইস্তানবুলে কড়া নজর রাখা হবে। শোনা যাচ্ছে, বিয়ের শপিং প্রায় সেরে ফেলেছেন নুসরত। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার