জন্মদিনে ডবল ধামাকা, আদুরে চুমুতে অন্তরঙ্গতায় ধরা দিলেন শ্রাবন্তী-রোশন

Published : Aug 13, 2020, 11:20 AM IST
জন্মদিনে ডবল ধামাকা, আদুরে চুমুতে অন্তরঙ্গতায় ধরা দিলেন শ্রাবন্তী-রোশন

সংক্ষিপ্ত

 টলিপাড়ার প্রথমসারির মিষ্টি নায়িকা শ্রাবন্তীর আজ জন্মদিন অভিনেত্রীর স্বামী রোশন সিং-এরও আজ জন্মদিন জন্মদিনে ভালবাসার চুম্বনে ভরিয়ে দিয়েছেন হাবি রোশনকে মুহূর্তের মধ্যে তাদের চুম্বনের ছবি নেটদুনিয়ায় ভাইরাল 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার প্রথমসারির মিষ্টি নায়িকার আজ জন্মদিন। তবে আজ শুধু অভিনেত্রীর একার জন্মদিনই নয়, রয়েছে ডবল ধামাকাও। অভিনেত্রীর স্বামী রোশন সিং-এরও আজ জন্মদিন। একেই বলে বাম্পার ধামাকা। একইদিনে দুইজনের জন্ম। সুতরাং আজকের দিনটা যেন আরও বেশি স্পেশ্যাল। একে লকডাউন তার উপর জন্মদিন, কি প্ল্যান রয়েছে অভিনেত্রীর, তা জানার জন্যই মুখিয়ে রয়েছে ভক্তরা।

আরও পড়ুন-ক্যান্সারে প্রয়াত হলেন বিখ্যাত এই ব্যক্তিত্ব, শোকস্তব্ধ গোটা বলিউড...


সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দুজনে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। ছবিতে ভালবাসার চুম্বনে ভরিয়ে দিয়েছেন হাবি রোশনকে। সেই সঙ্গেই জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে তাদের চুম্বনের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। দেখে নিন ছবিটি,

 

 

রোশনও শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি পোস্ট করেছেন। ওয়াইফি বলে সম্বোধন করেই মিষ্টি বউকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রোশন। দেখে নিন পোস্টটি,

 


এই বছরের জন্মদিনের থিম ছিমছাম। কারণ বর্তমানে লকডাউনের মধ্যে সকলেই গৃহবন্দি। সেই কারণেই বাড়িতেই জন্মদিন সেলিব্রেশন করছেন রোশন ও শ্রাবন্তী। সিং পরিবারে আজ খুবই আনন্দের দিন। ছেলে এবং পুত্রবধূর জন্মদিন একইসঙ্গে ধুমধাম করে অনুষ্ঠিত হবে। রেস্তোরাঁ, পার্টি, এসব এখন দুরে, তাই করোনা আবহে বাড়িতে জমিয়ে অনুষ্ঠিত হবে ডবল জন্মদিন সেলিব্রেশন। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?