সর্বনাশ, ছেলে থেকে রাতারাতি মেয়ে হয়ে গেলেন অঙ্কুশ, মুহূর্তে ছবি ভাইরাল

Published : Nov 01, 2020, 05:13 PM ISTUpdated : Nov 01, 2020, 05:27 PM IST
সর্বনাশ, ছেলে থেকে রাতারাতি মেয়ে হয়ে গেলেন অঙ্কুশ, মুহূর্তে ছবি ভাইরাল

সংক্ষিপ্ত

ছেলে থেকে রাতারাতি মেয়ে হয়ে গেলেন অঙ্কুশ হ্যালোউন উপলক্ষে নানা মজার মজার ছবি পোস্ট করেছেন অভিনেতা ইনস্টাতেও বিভিন্ন মুডে দেখা গেল অভিনেতাকে সব সাজের মধ্যেও গোঁফটা কিন্তু রেখেই দিয়েছেন অঙ্কুশ

টলি অভিনেতা অঙ্কুশ হাজরা একের পর এক মজার ভিডিও, ছবি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবসময়েই লাইমলাইটে থাকেন। নেটদুনিয়ায় সবসময়েই তিনি অ্যাক্টিভ। ফ্যান ফলোয়ার ধরে রাখতে জুড়ি মেলা ভার। গোটা লকডাউনেও একের পর ছবি পোস্ট করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেতা।

আরও পড়ুন-জানেন কি, এই কারণেই কোটি টাকার ফ্ল্যাট ছেড়ে শাশুড়ি জয়ার সঙ্গে থাকেন ঐশ্বর্য...

সম্প্রতি ছেলে থেকে রাতারাতি মেয়ে হয়ে গেলেন অঙ্কুশ। এ  কী হল অভিনেতার। কেনই বা এমনটা ইচ্ছে হল অভিনেতার। এসব জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের  পর এক ছবি, ভিডিও পোস্ট করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা।

 

 

বিষয়টি একটি খোলসা করে বলা যাক, হ্যালোউন উপলক্ষে নানা মজার মজার ছবি পোস্ট করেছেন অভিনেতা। নিজের ইনস্টাতেও বিভিন্ন মুডে দেখা গেল অভিনেতাকে। নানা ফিল্টারে একের পর এক ছবি শেয়ার করেছেন অভিনেতা। কখনও কানে ঝুমকো, টায়রা-টিকলিস কখনও লাল লিপস্টিক পরে, আবার কখনও বিনুনি বেঁধে , আবার গোলাপী চুলে সুন্দরীর বেশে নজর কেড়েছেন। তবে সব সাজের মধ্যেও গোঁফটা কিন্তু রেখেই দিয়েছেন অভিনেতা।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার