প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, বিমলার প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়

Published : Jun 16, 2021, 03:43 PM ISTUpdated : Jun 16, 2021, 04:05 PM IST
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, বিমলার প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়

সংক্ষিপ্ত

চলেগেলেন বিমলা, প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর  কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি

টলিউডে আবারও তারকা পতন। এবার চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। থিয়েটরের মঞ্চ থেকে সাদা কালো ফ্রেম, অভিনয়ের দাপটে বারে বারে যিনি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন, সত্যজিৎ রায়ের সেই বিমলা আজ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শেষ কয়েকদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। শেষ সময় তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। 

দীর্ঘ ২৫ দিন যাবত হাসপাতালে ভর্তি ছিলেন স্বাতীলেখা দেবী। বুধবার বেলায় সব চেষ্টা বৃথা করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। খবর প্রকাশ্যে আসা মাত্রই সিনে দুনিয়া তথা বাংলায় নেমে এলো শোকের ছায়া। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সত্যজিৎ রায়ের হাতেই হোক বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে, এক কথায় বলতে গেলে তাঁর ঘরোয়া অভিনয়ের দাপটে ছিল এক ভিন্ন স্বাদের আমেজ। 

বর্ষীয়ান এই অভিনেত্রীর চলে যাওয়া চলচ্চিত্র জগতের এক ব্যপক ক্ষতির সমান, দীর্ঘ দিনের সম্পর্ক অভনয়ের সঙ্গে। ১৯৪৮ সাল থেকে শুরু, ২০২১, তাঁর অবদান অনস্বীকর্য। 

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?