ইদের মরশুমে টলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ায়

Published : Aug 12, 2019, 06:02 PM IST
ইদের মরশুমে টলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

সোমবার ইদের মরশুমে সেলিব্রেশন শুভেচ্ছাবার্তায় ভরল সোশ্যাল মিডিয়ার পাতা ইদে সামিল টলিউড তারকারাও ভক্তদের উদ্দেশে বার্তা সকলের 

সোমবার সকাল থেকেই পালন করা হচ্ছে বকরি ইদ। মুসলিম সম্প্রদায়ের দুটি সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর ও  ঈদ-আল-আধা। প্রতি বছর সারা বিশ্বজুড়ে এই উৎসব পালিত হয়ে আসছে। এই দুয়ের মধ্যেই অন্যতম একটি হল ঈদুল আযহা বা  ঈদ-আল-আধা। এই উৎসবের আরেক নাম কোরবানির ঈদ বা বকরি ঈদ। সোমবার সেই উৎসবে সামিল হল টলিউড তারকারাও। এদিন সকাল থেকেই সেলিব্রিটিডের সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছা বার্তায়।

ইদের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি ও নুসরত। সকলকে এই দিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অভ্কুশও। লিখলেন- চল ইদ পালন করি।

 

 

অভিনেতা যশ এদিন ইদের শুভেচ্ছা জানিয়ে লেখেন এই ইদই আমাদের শেখায় আত্মত্যাগের কথা। সঙ্গে এও জানান যে মানুষের মধ্যে খাদ্য, শিক্ষা, ও আনন্দ ছড়িয়ে দিতে হবে। একই ভাবে কৌশানি মুখোপাধ্যায়ও জানান ইদের শুভেচ্ছা। 

 

সোমবার সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়ে ইদে মুবারাক লিখলেন তনুশ্রী, স্বস্তিকা মুখোপাধ্যায়ও একই ভাবেই সকলের শুভ কামনায় শুভেচ্ছা জানালেন। 

 

ইদ ভক্তদের শুভেচ্ছা জানালেন অর্পিতা, দেব, ও রাজ চক্রবর্তীও। 

 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার