এনআরএস কাণ্ডে প্রতিক্রিয়া টলিউডের, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকাদের

Published : Jun 13, 2019, 05:10 PM ISTUpdated : Jun 13, 2019, 05:47 PM IST
এনআরএস কাণ্ডে প্রতিক্রিয়া টলিউডের, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকাদের

সংক্ষিপ্ত

পরিবাহ কেমন আছেন, খোঁজ নিলেন টলিউড ঘটনায় নিন্দা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় টুইট পুনরায় ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ 

বাংলার খবরের শিরোনামে এখন কেবলই চিকিৎসা পরিষেবার অচলাবস্থা। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর প্রশাসন। তারই মাঝে টলিউডের তারকারা খোঁজ নিলেন কেমন আছেন এনআরএসকাণ্ডে জখম জুনিয়ার ডাক্তার পরিবাহ। তাঁকে ঘিরে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা বাংলা ছাড়িয়ে এখন দিল্লি-তে আছড়ে পড়েছে।
এনআরএস-এর জুনিয়র ডাক্তার পরিবাহ মুখোপাধ্যায়ের মাথার ক্ষত দেখে শিউরে উঠেছিল সামারণ মানুষ। সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হয়েছিল সেই ছবি। এবার তারই খবর নিল টলিউড। সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করে পোস্ট করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।  জানালেন 'তোমায় চিনি না, তবুও জানাই, দ্রুত সুস্থ হয়ে ওঠো। নাগরিক হিসেবে আমি লজ্জিত। কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা।' 


শুধু তিনিই নন, 'ঋদ্ধি সেনও প্রকাশ্যে লিখলেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, বন্ধু তোমার দ্রুত আরোগ্য কামনা করি।'


অন্য দিকে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় আবার সাধারণ মানুষের কথা ভেবে ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করলেন পরিচালক। তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন, ডাক্তারদের ওপর হামলা চালালো যারা তাদের সাতজনই ইতিমধ্যেই গ্রেফতার। এরপর ও হাসপাতাল বন্ধ করার মানে অসংখ্য রোগী, তাদের পরিবারকে অসুবিধেতে ফেলা। ডাক্তারবাবুরা কাজ শুরু করুন। 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার