যশকে কাছে পেয়েই জড়িয়ে ধরে ঠোঁটঠাসা চুম্বন মহিলার, বিয়ের প্রস্তাবে কী বললেন BJP-র তারকা প্রার্থী

  • বিজেপির তরুণ সৈনিক যশ দাশগুপ্ত নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন
  • বাইক নিয়ে চন্ডীতলায় প্রচারে যেতেই ঘটে কেলেঙ্কারি কান্ড
  • অভিনেতাকে কাছ থেকে পেয়ে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করেন এক মহিলা
  • এমনকী বিয়ের প্রস্তাবও দেন বিজেপি প্রার্থী যশকে
     

বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে ধুমধাম করেই। ইতিমধ্যেই বিজেপির তরুণ সৈনিক তথা টলি অভিনেতা যশ দাশগুপ্ত নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপি যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই প্রার্থী হওয়ারও টিকিট পেয়েছেন যশ। হুগলির চন্ডতলা বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিনেতা। এককথায় বলতে গেলে কয়েকদিনের মধ্যেই চন্ডীতলায় যেন ঘরের ছেলে হয়ে গেছেন যশ দাশগুপ্ত। বিজেপি যোগ দেওয়ার মাত্র একমাসের মধ্যেই বেশ দায়িত্ব নিয়ে নিয়েছেন অভিনেতা। ভোটযুদ্ধের লড়াই একপ্রকার প্রায় শুরু হয়ে গেছে। জেলায় জেলায় ভোটের প্রচার করতে ব্যস্ত তারকা প্রার্থীরা। এবং তারকাদের এত কাছ থেকেই পেয়েই দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষেরা।

আরও পড়ুন-অনক্রিন সঙ্গম থেকে ঘনিষ্ঠ চুম্বন, অভিষেকের থেকে রানির সরে যাওয়াতেই কি আজ বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্...

Latest Videos


সম্প্রতি ভোটের প্রচার করতে বাইক নিয়ে নিজের এলাকায় বেরিয়েছিলেন অভিনেতা যশ। নিজের এলাকার মানুষের সমস্যার কথা ঘরে ঘরে গিয়ে জানতে চাইছেন অভিনেতা। সদ্যই বাইক নিয়ে চন্ডীতলায় প্রচারে ঢুকছেন যশ, এমন সময়েই ঘটে কেলেঙ্কারি কান্ড। অভিনেতার বাইক আটকে ছুটে যান যশের কাছে। তারপরেই প্রিয় অভিনেতাকে কাছ থেকে পেয়ে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করেন। জামার কলার, ঘাড় টেনে শুরু হয় সেলফি তোলা। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

যশকে কাছে পেয়ে কী করবেন ভেবে পাচ্ছিলেন না ওই মহিলা। চুম্বন থেকে সেলফি তুলেই ক্ষান্ত হননি ওই মহিলা। তারপর অভিনেতাকে সটান আই লভ ইউ বলেন তিনি। এমনকী বিয়ের প্রস্তাবও দেন যশকে। যশও কম যায় না। ভক্তের এমন ভালবাসা ফিরিয়ে দেননি যশ। উল্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ইতিমধ্যেই নেটদুনিয়ায় মজার খোরাক হয়ে দাঁড়িয়েছেন অভিনতা যশ।

 


২১-শের বঙ্গ ভোটকে লক্ষ করেই পালাবদলের হিড়িক চলছে। টলিপাড়াতেই যেন বিভেদ চলছে। কেউ শাসকদল তো কেউ গেরুয়া শিবির, একের পর এক রাজনৈতিক পালাবদলে সরগরম বঙ্গ রাজনীতি। বাংলা দখল করতে যেন ঝাঁপিয়ে পড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বারংবার আসছে বঙ্গ সফর।  একপ্রকার সকলকে চমকে দিয়েই যেন গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত।মুকুল রায়  এবং কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বেই  পদ্ম শিবিরে যোগ দিলেন যশ এবং টলি অভিনেতারা।সকলের হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়া দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। প্রেমের গুঞ্জনের মধ্যেই নুসরতের বিরোধী দলেই যোগ দিয়ে জল্পনা যেন দ্বিগুন বাড়িয়ে দিয়েছেন যশ। একাধিকবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন যশ।
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-কে শেষ করবেন আর আমরা চুপ থাকবো!’ Mamata Banerjee-কে তোপ Agnimitra Paul-এর
‘কাজ না হলে জুতোর মালা পরবো!’ প্রতিশ্রুতি দিয়েও ব্রিজের কাজ শুরু হয়নি, চাঞ্চল্য গোটা এলাকায়
Khan Sir on BPSC : বিহার PSC-র দুর্নীতির পর্দা ফাঁস খান স্যারের, দেখুন কী বলছেন তিনি
'শবে বরাত-এ পাকিস্তানে ১ দিন আর পশ্চিমবঙ্গে ২ দিন ছুটি, এবার বুঝে নিন' বিস্ফোরক Suvendu Adhikari
'হিন্দুদের পার্টি থেকে কেন ওরা ৬ হাজার টাকা নিচ্ছে? ফেরত দিয়ে দিক' বিস্ফোরক Suvendu Adhikari