কী কী চমক থাকতে চলেছে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ -এ, দেখে নিন এক নজরে

  • এই প্রথম থ্রি-ডি ছবি দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে
  • প্রতিবারের মতো এবছরও বাংলাদেশের দুটি  চলচ্চিত্র 'আলফা' এবং 'চন্দ্রাবতীর কথা' দেখানো হবে
  • অমিতাভ বচ্চনকে শ্রদ্ধা জানিয়ে তার বিশেষ ছয়টি ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় চলচ্চিত্র বোর্ড
  • প্রতিবারের মতো এবছরও বাংলাদেশের দুটি  চলচ্চিত্র দেখানো হবে

হাতে আর মাত্র ২ দিন। তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯। আগামী ৮ নভেম্বর  নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্ধাধনী অনুষ্ঠান।  প্রতিবারের মতো এবছরও ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছে বিভিন্ন চমক। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, মহেশ ভাট, রাখি গুলজার, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল, মাধবী মুখোপাধ্যায় সহ অন্যান্য তারকারা। এছাড়াও উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর নজরুল মঞ্চে। দেখে নিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ -এর এক ঝলক।


হাইলাইটস

Latest Videos

এই প্রথম থ্রি-ডি ছবি দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে

থ্রি-ডি ছবি উদ্ধোধনে অস্কারজয়ী পরিচালক ফোলকার স্লোয়েনডর্ফ-এর একাধিক চমক রয়েছে

২৫ তম চলচ্চিত্র উৎসবে উদ্ধোধনী ছবি হিসেবে ৫০ তম বর্ষপূর্তিতে সত্যজিৎ রায়ের 'গুপি গাইন, বাঘা বাইন' দেখানো হবে

৭৬ টি দেশ থেকে মোট ২,৫০০ এন্ট্রি জমা পড়েছে

এই বছর মোট ২১৪টি ফিচার ফিল্ম, ৭৬ টি ভারতীয় ছবি, এবং ১৫২ টি স্বল্পদৈর্ঘ্যের  ছবি ও তথ্যচিত্র দেখানো হবে

প্রতিবারের মতো এবছরও বাংলাদেশের দুটি  চলচ্চিত্র 'আলফা' এবং 'চন্দ্রাবতীর কথা' দেখানো হবে

মোট ১৭টি স্ক্রিনে দেখানো হবে ছবিগুলি

পাড়ায় পাড়ায় সিনেমার আওতায় কলকাতার বিভিন্ন ওয়ার্ডে দেখানো হবে জনপ্রিয় ২৫টি বাংলা ছবি

অমিতাভ বচ্চনকে শ্রদ্ধা জানিয়ে তার বিশেষ ছয়টি ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় চলচ্চিত্র বোর্ড। তার জন্য একটি স্পেশ্যাল সেকশন এবং আলাদা ভেন্যুর ব্যবস্থা করা হয়েছে 

বেস্ট শর্ট ফিল্ম বিভাগে সেরার পুরস্কারমূল্য ১ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করা হয়েছে। এবং সেরা তথ্যচিত্রের পুরস্কার বাবদ ১ লাখ থেকে ৩ লাখ করা হয়েছে। বিদেশি চলচ্চিত্র বিভাগে সেরা ছবির জন্য ৫১ লক্ষ টাকা এবং পরিচালকের সম্মানমূল্য ২১ লক্ষ টাকা দেওয়া হবে


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata