৫০ পেরিয়েও ডান্স ফ্লোরে হট আমির, এবার এলির সঙ্গে রোম্যান্সে মত্ত পার্ফেকশনিস্ট

Published : Mar 09, 2021, 01:07 PM IST
৫০ পেরিয়েও ডান্স ফ্লোরে হট আমির, এবার এলির সঙ্গে রোম্যান্সে মত্ত পার্ফেকশনিস্ট

সংক্ষিপ্ত

আমির খান এবার কাঁপালেন ডান্স ফ্লোর  এলির সঙ্গে নয়া অবতারে ধরা দিলেন  নতুন গানের টিজারে ঝড় নেট পাড়ায় ছবির নাম কই না জানে

এ কোন আমির খান! নাচের আসর মাত করেছেন এর আগে বেশ কয়েকবার। কখনও ধুম সিরিজ কখনও আবার কমার্সিয়াল গানের তালে ভাইরাল মিস্টার পার্ফেকশনিস্ট। তবে এবার যেন আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। হটনেসের পারদ তুঙ্গে তুলে নয়া জেনারেশনকে কড়া টক্কর দিয়ে ফ্লোরে আমির। ডান্সে তাক লাগালেন নয়া জুটি। বিপরীতে এলি আব্রাহম। 

নতুন গান হার ফান মৌলার টিজার এলো প্রকাশ্যে। তা দেখা মাত্রই ভক্ত মহলে উঠল ঝড়। আগামী কাল অর্থাৎ ১০ মার্চ মুক্তি পাবে সম্পূর্ণ গানটি। ছবির নাম কই না জানে। এই ছবির গানই প্রকাশ্যে আসার পর অবাক ভক্তমহল। এ কোন অবতারে ধরা দিলেন আমির খান। বডি যাকে বলে ফিট টু ফাইন। দ্রুত ভাইরাল হয়ে ওঠে গানের এই টিজার। 

আমির খানের এন্ট্রি থেকে শুরু করে শেষ পর্য্নত যেন চোখ আটকে গানের প্রতিটা বিটে। কই না জানে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৬ মার্চ। তার আগেই ভক্তমহলে উত্তেজনার পারদ তুঙ্গে তুললেন আমির খান। আমির খান বরাবরই নিজের ফিগার নিয়ে সতেচন তিনি। আর সেই পার্ফেক্ট বডিতেই এবার নয়া ঝড়। ইতিমধ্যেই ভিউ ছাড়িয়েছে ৩ মিলিয়ন। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?