আমির খানের ছেলের এবার বলিউডে হাতেখড়ি, প্রছম ছবিতে কোন ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জুনেদকে

Published : Dec 13, 2020, 10:03 AM IST
আমির খানের ছেলের এবার বলিউডে হাতেখড়ি, প্রছম ছবিতে কোন ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জুনেদকে

সংক্ষিপ্ত

এবার বলিউডে পা দিচ্ছেন আমির পুত্র আরও এক স্টারকিড অভিনয় জগতে প্রথম ছবিতে কোন ভুমিকায় দেখা যাবে জুনেদকে বলিউডে জল্পনা তুঙ্গে

আমির খানের ছেলে বলে কথা। কবে স্টার কিডরা বলিউডে পা রাখবেন সেই অপেক্ষায় প্রতিটি ভক্তই দিন গোনে। বারে বারে সেলেবদের কাছে ফিরে আসে সেই প্রশ্নও, কখনও শাহরুখ কখনও আবার আমির। সোশ্যাল মিডিয়ার দৌলতে স্টারকিডদের জনপ্রিয়তা এমনতেই তুঙ্গে থাকে, তার ওপর যদি ছড়িয়ে পড়ে বলিউডে পা রাখার খবর, তবে তো বলাই বাহুল্য। এবার তেমনটাই ঘটল জুনেদের সঙ্গে। 

আরও পড়ুনঃ অতিমারীর কোপ পারিশ্রমিকে, ১০ থেকে ২০ কোটি কমিয়েও অক্কির পকেটে ৯৯ কোটি

আমির খানের মেয়ে ইরা ইতিমধ্যেই সেলিব্রিটি। কিন্তু জুনেদ খুব একটা প্রকাশ্যে আসেননি, যার ফলে তাঁকে নিয়ে ভক্তদের মনে কৌতুহলের পারদ তুঙ্গে। এরই মাঝে তিনি সাইন করে ফেললেন তাঁর পরবর্তী ছবি। ছবিতে দেখা যাবে তাঁকে এক সাংবাদিকের ভুমিককায়। তিনি একজন পরাধীন ভারতের সাংবাদিক, ছবির প্রেক্ষাপট জুড়ে  থাকবে ভাতর স্বাধীনের আগের পর্বের গল্প। 

এই চরিত্রের জন্যই পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা বেছে নিয়েছেন জুনেদকে। নিজের অভিনয় নিয়ে তো প্রতিটা মুহূর্তে ঝড় তুলে চলেছেন আমির খান। কিন্তু পুত্রের বেলাও কি সেই একই কঠোর শাসন অনুশীলন চোখে পড়বে ভক্তদের, বাড়িতে কীভাবে ট্রেন্ড হচ্ছেন জুনেদ, তার উত্তর মিলবে ছবি মুক্তি পাওয়ার পরই। ছবির নাম এখনও পর্যন্ত স্থির করা হয়নি। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?