অমিতাভের পাশাপাশি অভিষেকের ডিজিটাল ডেবিউ, সাইকোলজিকাল থ্রিলারে জুনিয়র বচ্চন

  • ডিজিটাল ডেবিউতে অভিষেক বচ্চন
  • ওটিটি প্ল্যাটফর্মের গ্যাং সোশ্যাল মিডিয়া স্বাগত জানাচ্ছেন অভিষেককে
  • ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে
  • সঙ্গে থাকছে নানা চমক
     

'মনমরজিয়া' ছবিতে রবি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অভিষেক বচ্চন। পরিচলক অনুরাগ কাশ্যপের 'মনমরজিয়া' ছবিতেই শেষ দেখা গিয়েছিল অভিষেককে। এবার ডিজিটাল ডেবিউর জন্য প্রস্তুত অভিনেতা। সাইকোলজিকাল ক্রাইম থ্রিলার ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ-এর হাত ধরে ডিজিটাল ডেবিউ করছেন অভিষেক বচ্চন। বচ্চনের পাশাপাশি অভিনয়ে দেখা যাবে অমিত সাধকে। ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ-এর প্রথম সিজনে ইন্সপেক্টর কবীর সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অমিত। এবার তাঁর সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেককে। 

আরও পড়ুনঃরাজ-নার্গিস রূপে আমির-ঐশ্বর্য, ভবিষ্যতে কি কখনও একই ছবিতে অভিনয় করবেন এই দুই তারকা

Latest Videos

অ্যামাজন প্রাইম ভিডিওর এই অরিজিনাল সিরিজ ব্রিদের সিজন ওয়ান নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। দ্বিতীয় সিজনের ঘোষণার পর নতুন কাস্টে কে কে থাকছেন সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসাহ জাগিয়েছে দর্শকমহল। অ্যামাজন অরিজিনাল ব্রিদ আগামী ১০ জুলাই মুক্তি পেতে চলেছে। অভিষেক এবং অমিতের পাশাপাশি দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেননকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। তিনিও অভিষেকের মত ডিজিটালে প্রথমবার কাজ করতে চলেছেন। এছাড়াও অভিনয় থাকছেন সাইয়ামি খের। 

আরও পড়ুনঃছোট স্তন থেকে হঠাৎই বাস্টি চেহারা, কী এমন বিউটি সিক্রেট রয়েছে আয়েশার কাছে

অ্যাবজানশিয়া এন্টারটেন্টমেন্টের একজিকিউটিভ প্রযোজক বিক্রম মালহোত্রা জানিয়েছেন তিনি ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ-এর নতুন চ্যাপটার নিয়ে রীতিমত উৎসাহিত। দর্শকদের মধ্যে আগের মতই এই ক্রাইম-থ্রিলারের সাহায্যে টানটান উত্তেজনা বজায় রাখতে পারবেন। অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ান অরিজিনালসের হেড অপর্ণা পুরোহিত জানিয়েছেন, "ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ-এর ব্র্যান্ড নিউ সিজেন নিয়ে আমরা খুব উৎসাহিত। অভিষেক বচ্চন এবং নিত্যা মেননের ডিজিটাল ডেবিউ আমাদের মাধ্যমে হচ্ছে। ওনাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। পাশাপাশি অমিত সাধ এবং সাইয়ামি খের ছাড়াও বাকিরা রয়েছেন। আমরা জানি দর্শকদের ব্র্যান্ড নিউ চ্যাপটারটিও পছন্দ হবে।"

 

Share this article
click me!

Latest Videos

Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ