
বচ্চন পরিবারের কন্যা বলে কথা, ছোট থেকেই তাই লাইমলাইটে আরাধ্যা। পরিবারের চার সদস্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত। শুধু যুক্তি নয় যাকে বলে বাঘা-বাঘা সেলিব্রিটি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বর্য, পরিবারে অভিভাবকের তালিকায় যখন থাকে এমন নাম, সেই সন্তানের ওপর চাপ ঠিক কতটা!
বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই আরাধ্যা তা হাড়ে হাড়ে টের পায়। ছোটবেলায় মায়ের হাত চেপে ধরেই ক্যামেরার সামনে মুখ ঢাকত আরাধ্যা। তবে এখন সেসব অতীত, সদ্য এমনটিই জানিয়ে দিলেন অভিষেক বচ্চন। মেয়ে এখন 10 বছরের কোটায়। যার ফলে আরে তো ভালই বুঝতে পারে সে কোন পরিবারের সদস্য।
আরাধ্যার কাছে কি এটা এক বাড়তি চাপ নাকি আনন্দের, ইনি অভিষেক কথা বলেছিলেন তার মেয়ের সঙ্গে। অভিষেক জানান আরাধ্যা তার পরিবারের সম্মান সম্পর্কে যথেষ্ট সচেতন। এমন কি সিনে দুনিয়া সম্পর্কেও সে এখন অবগত। সে জানে তার পরিবার ভক্তদের থেকে কতটা ভালোবাসা পেয়ে থাকে, তা এই বয়সেই পরোখ করেছে আরাধ্যা। বর্তমানে সে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাচ্ছে। চলছে অনলাইন ক্লাস, আর তা নিয়ে এখন বেজায় ব্যস্ত ঐশ্বর্য।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।