গ্রেট বচ্চন পরিবারের সদস্য আরাধ্যা, অনুভূতি হওয়ার পরই ঐশ্বর্য কন্যার প্রতিক্রিয়া কী

Published : Apr 12, 2021, 02:09 PM IST
গ্রেট বচ্চন পরিবারের সদস্য আরাধ্যা, অনুভূতি হওয়ার পরই ঐশ্বর্য কন্যার প্রতিক্রিয়া কী

সংক্ষিপ্ত

বচ্চন পরিবারের সদস্য আরাধ্যা বয়সের সঙ্গে সঙ্গে বুঝতে শিখল গুরুত্ব পরিবারের সম্মান নিয়ে সচেতন আরাধ্যা কী বললেন জুনিয়ার বচ্চন

বচ্চন পরিবারের কন্যা বলে কথা, ছোট থেকেই তাই লাইমলাইটে আরাধ্যা। পরিবারের চার সদস্য অভিনয় জগতের সঙ্গে যুক্ত। শুধু যুক্তি নয় যাকে বলে বাঘা-বাঘা সেলিব্রিটি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বর্য, পরিবারে অভিভাবকের তালিকায় যখন থাকে এমন নাম, সেই সন্তানের ওপর চাপ ঠিক কতটা! 

আরও পড়ুন- 'তোর একটা হাসি ভুলিয়ে দেয় স্ট্রেচ মার্ক', মেদবৃদ্ধি, ইউভানকে কোলে নিয়ে নেটদুনিয়াকে সপাট জবাব.

বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই আরাধ্যা তা হাড়ে হাড়ে টের পায়। ছোটবেলায় মায়ের হাত চেপে ধরেই ক্যামেরার সামনে মুখ ঢাকত আরাধ্যা। তবে এখন সেসব অতীত, সদ্য এমনটিই জানিয়ে দিলেন অভিষেক বচ্চন। মেয়ে এখন 10 বছরের কোটায়। যার ফলে আরে তো ভালই বুঝতে পারে সে কোন পরিবারের সদস্য।

 

আরাধ্যার কাছে কি এটা এক বাড়তি চাপ নাকি আনন্দের, ইনি অভিষেক কথা বলেছিলেন তার মেয়ের সঙ্গে। অভিষেক জানান আরাধ্যা তার পরিবারের সম্মান সম্পর্কে যথেষ্ট সচেতন। এমন কি সিনে দুনিয়া সম্পর্কেও সে এখন অবগত। সে জানে তার পরিবার ভক্তদের থেকে কতটা ভালোবাসা পেয়ে থাকে, তা এই বয়সেই পরোখ করেছে আরাধ্যা। বর্তমানে সে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাচ্ছে। চলছে অনলাইন ক্লাস, আর তা নিয়ে এখন বেজায় ব্যস্ত ঐশ্বর্য। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত