পঞ্জাবের শুটিং-এ গিয়ে আন্দোলনকারী কৃষকদের মুখে জাহ্নবী, কোন শর্তে মিলল মুক্তি

Published : Jan 14, 2021, 11:10 AM IST
পঞ্জাবের শুটিং-এ গিয়ে আন্দোলনকারী কৃষকদের মুখে জাহ্নবী, কোন শর্তে মিলল মুক্তি

সংক্ষিপ্ত

পঞ্জাবে শ্যুটিং-এ গিয়ে বিপাকে জাহ্নবী সেটেই হাজির আন্দোলনকারী কৃষকেরা শর্ত না মানলে করতে দেবেন না শ্যুট এরপর কী করলেন জাহ্নবী কাপুর 

বর্তমানে শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর। পরবর্তী ছবি নিয়ে শুটিং প্রস্তুতি এখন তুঙ্গে। শুরু হয়েছে ছবির শুটিংও। সেই কারণে সম্প্রতি পাঞ্জাবি উড়ে গেলেন জাহ্নবী কাপুর। আর সেখানে যেতে মহা সমস্যার মুখে পড়তে হল এই তারকাকে। শুটিং এর মাঝেই হঠাৎ হাজির আন্দোলনকারী কৃষকদের দল।

আরও পড়ুন- অক্ষয়ের বডিগার্ডের মাইনে কোটিতে, এই টাকায় হয়ে যাবে একটি বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি

হুরমুড়িয়ে সাইটে ঢুকে পড়তে বাধা দেওয়া হয় গেটে। জানানো হয় ভেতরের শুটিং চলছে। এরপরে মুখ খোলেন আন্দোলনকারী কৃষকদের দল। তারা জানান তাদের এই আন্দোলনে বলিউড মুখে কুলুপ এঁটেছে। একটা শর্তে তারা শুটিং করতে দেবেন, কথা দিতে হবে জানবে তাদের পক্ষে মুখ খুলবেন।

পরিচালক এবং সকল কাস্ট মেম্বাররা সেই শর্ত মেনে নিলে তারা স্থান ত্যাগ করেন। পুনরায় শুটিং শুরু হয় গুড লাক জেরির। এ কিছুক্ষণের মধ্যেই মিলে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে একটি পোস্ট। যেখানে জাহ্নবী কাপুর লিখেন দেশের কৃষকদের এই আন্দোলনে তড়িঘড়ি কোন সমাধান করা হোক। বিষয়টা খতিয়ে দেখে তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছাক সরকার। আশা করব সিদ্ধান্তে খুশি হবেন কৃষকেরা।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও