বনশালী ও আদিত্যের বয়ানে আকাশ-পাতাল তফাত, সুশান্ত মৃত্যু-মামলায় আরও দৃঢ় হল সন্দেহ

  • মোড় ঘুরছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার
  • মিলছে না আদিত্য চোপড়া এবং সঞ্জয় লীলা বনশালীর বয়ান
  • দু'জনের বয়ানে আকাশ-পাতাল তফাত
  • কোনও তথ্য কি চাপা পড়ছে তাঁদের বয়ানের মধ্য দিয়ে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ক্রমশ ঘুরছে মোড়। সন্দেহ প্রকাশ করছে এবার মুম্বই পুলিশ। সম্প্রতি যশ রাজ ফিল্মসের সর্বেসর্বা আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। টানা সাড়ে তিন ঘন্টা ধরে চলেছে তাঁর জেরা। এই জেরাতেই বেরিয়ে এল নানা তথ্য। সন্দেহ আরও দৃঢ় হয়ে চলেছে পুলিশের। পুলিশ সূত্রে খবর সঞ্জয় লীলা বনশালী এবং আদিত্য চোপড়ার বয়ানে নাকি আকাশ-পাতাল তফাত। মিলছে না তাঁদের বয়ানের কিছউ অংশ। 

আরও পড়ুনঃহলিউডেও ঐশ্বর্যের জন্য ছড়াল উদ্বেগ, অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা সহ-অভিনেতা স্টিভ মার্টিনের

Latest Videos

বনশালীকে জেরার করার প্রকাশ্যে আসে সুশান্তকে বহুবার অনুরোধের পরও নিজের ছবি বাজিরাও মস্তানিতে নিতে পারেননি সুশান্ত। কারণ তাঁর কথায়, সুশান্ত সেই সময় যশ রাজ ফিল্মসের একটি ছবি নিয়ে ব্যস্ত ছিলেন। যশ রাজ ফিল্মসের সঙ্গে কথা বলেও তিনি সুশান্তকে নিজের ছবিতে নিতে পারেননি। অন্যদিকে আদিত্যের বয়ানে প্রকাশ্যে এসেছে, বনশালী নাকি যশ রাজ ফিল্মসের সঙ্গে কোনও কথোপকথনেই যাননি। আদিত্যের বয়ান অনুযায়ী, সুশান্ত এমএস ধোনি ছবিতে যদি সেই সময় কাজ করতে পারেন তাহলে বাজিরাও মস্তানিতে কাজ না করার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না আদিত্য। 

আরও পড়ুনঃ'সলমনের ছবি নাকোচ মানেই তুমি খুন হয়ে যাবে', হুমকি পেয়ে বিস্ফোরক কঙ্গনা

 

আদিত্যের আরও কিছু বয়ানে বেড়েছে সন্দেহ। আদিত্য জানান, ২০১২ সালে রণবীর সই করেছিলেন গোলিও কি রাসলীলা রামলীলা। প্রায় একই সময় সুশান্ত সিং রাজপুত চুক্তিবদ্ধ হয়েছিলেন যশরাজ ফিল্মসের সঙ্গে। রণবীর সঞ্জয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যদি যশ রাজ ফিল্মসের সঙ্গে পরে কাজ করতে পারেন তাহলে সুশান্তকে বনশালীর সঙ্গে কাজ না করতে দেওয়ার কোনও কারণই নেই। পুলিশের সূত্র মারফত এই খবরে রহস্য কতখানি ঘনীভূত হয় এবং নতুন কিছু প্রকাশ্যে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়।  

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
'চিন্ময় প্রভুকে স্লো পয়জন করতে পারে বাংলাদেশের ইউনূস' #shorts #suvenduadhikari #chinmoykrishnadas
'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', Diljit এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী Narendra Modi
‘কোথায় আছিস Pakistan-এর বাচ্চা, সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন Suvendu Adhikari
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari