ফের বলিউডে কোভিডের থাবা, অর্জুন-মালাইকার পর আক্রান্ত হলেন আফতাব

Published : Sep 11, 2020, 11:54 PM ISTUpdated : Sep 12, 2020, 03:39 AM IST
ফের বলিউডে কোভিডের থাবা, অর্জুন-মালাইকার পর আক্রান্ত হলেন আফতাব

সংক্ষিপ্ত

একের পর এক বলিউড তারকার বাড়িতে থাবা বসাচ্ছে করোনা কোভিডে আক্রান্ত হলেন আফতাব শিবদাসানি করোনার ন্যূনতম উপসর্গ রয়েছে তাঁর মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা

অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার পর এবার আফতাব শিবদাসানির পালা। কোভিডে আক্রান্ত হলেন 'মস্তি' ছবির অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান আফতাব। শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল বলেই জানিয়েছেন তিনি। শুকনো কাশি এবং হালকা জ্বরে ভুগছিলেন অভিনেতা। 

আরও পড়ুনঃমনামির ফ্ল্যাট অ্যাবসে নজর নেটদুনিয়ার, একের পর এক ছবিতে চমক বং-ডিভার

তারপরই কোভিড টেস্ট করানো হয় তাঁর। পরীক্ষার ফলাফল কোভিড পজিটিভ আসে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, "আমি এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। প্রথমে আমার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়। যার পর আমি কোভিড টেস্ট করাই। দুর্ভাগ্যবসত আমার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।"

আরও পড়ুনঃনেটদুনিয়ার 'সেক্স বম্ব' পুনম, আবদ্ধ হলেন বিয়ের বন্ধবে

আরও পড়ুনঃডেট করার ইচ্ছা ঋতাভরীকে, ইন্টারনেট সেনসেশনের রয়েছে এই একটাই শর্ত

তিনি আরও লেখেন, "আমি আপাতত বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি। সকলকে অনুরোধ করছি যারা আমার কাছাকাছি এই কয়েকদিনে এসেছিলেন তারা দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালবাসার জন্য আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।" মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করার জন্যও সতর্কতা বার্তা দেন তিনি।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?