দুই মেয়ের পর এবার বাবা, করোনায় আক্রান্ত শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু

Published : Apr 08, 2020, 11:07 PM ISTUpdated : Apr 09, 2020, 02:11 AM IST
দুই মেয়ের পর এবার বাবা, করোনায় আক্রান্ত শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু

সংক্ষিপ্ত

সাজা এবং জোয়ার পর এবার করিম মোরানিও আক্রান্ত হলেন করোনায়। শাহরুখ খানের অত্যন্ত কাছে বন্ধু প্রযোজক করিম। চেন্নাই এক্সপ্রেস, রা ওয়ান, হ্যাপি নিউ ইয়ারের মত ছবির প্রযোজনা করেছেন তিনি।

কণিকা কাপুরের হাত ধরেই বলিউডে পা রেখেছে করোনা ভাইরাস। কণিকার সুস্থ হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসার পর পরই করিম মোরানির দুই মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবরে ছড়িয়ে পড়ল বলিপাড়া। বার মেয়েদের থেকে বাবা করিমও সংক্রমিত হলেন। নানাবতি হাসপাতালে চলছে তাঁদের চিকিৎসা। 

আরও পড়ুনঃমদ না পেয়ে মানসিক অবসাদে, আত্মহত্যার চেষ্টা তামিল অভিনেত্রীর ছেলের

আরও পড়ুনঃবিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

সাজা এবং জোয়া এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে। সাজার কেবল দুটি টেস্ট করা বাকি। যদিও করিমের স্ত্রী এবং তাঁর অন্যান্য কর্মচারীর টেস্ট নেগেটিভ এসেছে। সাজা মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফিরেছিল। তার মধ্যে করোনা ভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। মার্চের মাঝের দিকে জোয়া রাজস্থান থেকে ফেরে। তার মধ্যে কিছু লক্ষণ দেখা দিতেই দুজনেরই টেস্ট করানো হয় যা প্রথমে নেগেটিভ এলেও পরে পজিটিভ আসে।

আরও পড়ুনঃ'কেউ চুপ করে রয়েছে মানেই সে দুর্বল নয়', বিতর্ক ঘিরে সাফ জানালেন অজয়

অন্যদিকে রক অনের অভিনেতা পুরব কোহলি নিজের পরিবার সহ আক্রান্ত করোনায়। যদিও এখন তাঁরা কিছুটা সুস্থ বোধ করছেন। লন্ডনে পরিবারের সঙ্গে থাকেন পুরব। নিজের ইনস্টাগ্রামে একটি বড়ো পোস্টে বিষয়টি জানান। তাঁদের মধ্যে কী কী লক্ষণ ছিল এবং কীভাবে তাঁরা করোনায় আক্রান্ত হন। 

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি