ভক্তদের মুখে হাসি ফুটিয়ে তিন বছর পর বলিউড সফরে প্রিয়ঙ্কা

  • বলিউড সফরে ফিরফেন প্রিয়াঙ্কা
  • বিপরীতে অভিনয় করছেন ফারহান আখতার
  • জাইরা ওয়াসিম-এর শেষ ছবি
  • ছবির মুক্তি অক্টোবরে

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের এই অভিনেত্রী এক সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। বেশ কয়েটি ছবি আজও সকলের স্মৃতিতে তরতাজা। অভিনয় জগতে ২০০২ সালে হাতে খড়ি হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়ার। প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন প্রিয়ঙ্কা দ্য হিরো ছবির মধ্যে দিয়ে। তারপর থেকেই একের পর এক বিগ বাজেটের ছবিতে তাকে পেয়েছে দর্শক। ২০০৪, ২০০৫ সালে বছরে চার পাঁচটা করে ছবিও মুক্তি পেয়েছিল তার। 

তবে তার কেরিয়ার গ্রাফটা পরিবর্তন হয়ে যায় ২০১৫ সাল থেকে। সেই বছরই বলিউড থেকে হলিউডের পথে পা বাড়ান তিনি। মুক্তি পায় কোয়ান্টিকো। একই বছর বলিউডেও দুই ছবি প্রকাশ্যে আসে। ডিল দে কে দেখ ও বাজিরাও মস্তানি। দুই ছবিতেই নজর কাড়া অভিনয় করেন তিনি। কিন্তু তারপর থেকে কবে যে পুনরায় দেখা যাবে বলিউডে সেই প্রশ্ন ছিল সকলের মনে। ভক্তরা হাল ছেড়ে ভেবে ছিল বলিউড সফরে হয়তো ইতি টানলেন নায়িকা। এমনটা নয়। তিন বছরের বিরতির পরই বলিউডে ফিরলেন নায়িকা। 

Latest Videos

ছবির নাম দ্য স্কাই ইদ পিঙ্ক। এই ছবিই এখন খবরের শিরোনামে। না, প্রিয়াঙ্কা কামব্যাক হিসেবে নয়, দঙ্গল গার্লের বলিউড সফরের শেষ ছবি এটি। সেখানেই জাইরার মায়ের ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। বিপরীতে থাকছেন ফারহান আখতার। ছবির কাজ শেষ অক্টোবরেই প্রকাশ্যে আসতে চলেছে এই ছবি।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari