ঐশ্বর্য উধাও হয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে! ফিরে এসেই কার ছবি পোস্ট করলেন অ্যাশ

swaralipi dasgupta |  
Published : Jul 23, 2019, 02:35 PM IST
ঐশ্বর্য উধাও হয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে! ফিরে এসেই কার ছবি পোস্ট করলেন অ্যাশ

সংক্ষিপ্ত

হঠাৎই ২ মাস আগে সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন অবেশেষে মঙ্গলবার আবার  ইনস্টাগ্রামে ফিরে এলেন অ্যাশ ২ মাস পরে ইনস্টাগ্রামে ফিরে এসে নিজের নয়, অভিষেকের ছবি শেয়ার করলেন ঐশ্বর্য

হঠাৎই ২ মাস আগে সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। অবেশেষে মঙ্গলবার আবার  ইনস্টাগ্রামে ফিরে এলেন অ্যাশ। ২ মাস পরে ইনস্টাগ্রামে ফিরে এসে নিজের নয়, অভিষেকের ছবি শেয়ার করলেন ঐশ্বর্য। 

ঐশ্বর্য এদিন অভিষেকের তিনটি ছবি শেয়ার করেন। অভিষের কাবাডি দল দ্য পিঙ্ক প্যান্থারস-কে সমর্থন জানাতেই এই পোস্ট করেন ঐশ্বর্য। ছবিতেও দেখা যাচ্ছে নিজের দলের জন্য গলা ফাটাচ্ছেন অভিষেক। ছবির ক্যাপশনে ঐশ্বর্য লেখেন, ইয়ে পিঙ্ক প্যান্থারস! ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। সেই পোস্টেই ঐশ্বর্য কমেন্ট করেন, আমাদের লাকি চার্ম। কিছুক্ষণের মধ্য়েই লাইকের বন্যা বয়ে যায় সেই ছবিতে। 

 

 

ঐশ্বর্য শেষ ২৩ মে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। মা বৃন্দার রাইয়ের জন্মদিন উপলক্ষে সেই পোস্টটি করেছিলেন ঐশ্বর্য। কিন্তু তার পরেই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যান তিনি। 

 

 

প্রসঙ্গত, মে-তেই কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন অ্যাশ। সেখানে একটি মেক আপ ব্র্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেখানে সঙ্গে তাঁর মেয়ে আরাধ্যাও ছিলেন। বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?