চলে গেলেন অনিল, সদস্যের অকাল মৃত্যুতে অজয় দেবগণের পরিবারে শোকের ছায়া

Published : Oct 06, 2020, 10:17 PM IST
চলে গেলেন অনিল, সদস্যের অকাল মৃত্যুতে অজয় দেবগণের পরিবারে শোকের ছায়া

সংক্ষিপ্ত

অজয় দেবগণের ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে অনিল দেবগণের অকাল প্রয়াণে বড় ধাক্কা  টুইটারে খবরটি প্রকাশ্যে আনলেন অজয় করোনা প্রকোপে ব্যক্তিগতভাবে করতে পারছেন না শেষকৃত্য

লকডাউনে থেকে করোনা প্রকোপ নানা বাধা কাটিয়ে এতদিন সুখে শান্তিতে দিন কাটছিল দেবগণ পরিবারের। হঠাৎই শোকের ছায়া। চলে গেলেন দেবগণ পরিবারের এক সদস্য। অজয় দেবগণের টুইটে শোকের ছায়া। চলে গেলেন অনিল দেবগণ। অজয়ের ভাই অনিল দেবগণের অকাল মৃত্যুতে শোকের ছায়া দেবগণ পরিবারে। 

অনিল দেবগণের মৃত্যুর খবর অজয়ের প্রকাশ্যে আনেন। টুইটে লেখেন, "গত রাতে আমি আমার ভাই, অনিল দেবগণকে হারালাম। ওনার অকাল মৃত্যু আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দিয়ে গিয়েছে। এডিএফএফ এবং আমার স্মৃতিতে তুমি সদা বিরাজমান। ওনার আত্মার শান্তির কামনা করি। মহামারীর জন্য আমরা ব্যক্তিগতভাবে ওনার শেষকৃত্য করতে পারছি না।"

 

 

অনিল দেবগণের একটি ছবি শেয়ার করে এই পোস্টটি করেছেন অজয়। অনিলের মৃত্যুর কোনও কারণ জানাননি অজয়। যদিও অজয়ের ভক্তরা বহুবার কমেন্ট সেকশনে তাঁর ভাইয়ের মৃত্যুর কারণ জানতে চেয়েছে। প্রসঙ্গত,অজয়ের অভিনীত 'রাজু চাচা' এবং 'ব্ল্যাকমেল' ছবির পরিচালনা করেছিলেন অনিল। এমনকি 'সন অফ সরদার' ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবেও কাজ করেছেন তিনি। 

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?