2022 Box Office: ২০২২-এ লক্ষ্মীলাভ, সিনে দুনিয়ায় ২০০০ কোটি টাকার ব্যবসা করবেন অক্ষয়

Published : Dec 25, 2021, 09:46 AM IST
2022 Box Office: ২০২২-এ লক্ষ্মীলাভ, সিনে দুনিয়ায় ২০০০ কোটি টাকার ব্যবসা করবেন অক্ষয়

সংক্ষিপ্ত

র্ষবংশী হোক বা অতরঙ্গী রে, একের পর এক ছবিতে অক্ষয় যাদুতে কাবু ভক্ত মহল। যার প্রভাব পড়ছে বিটাউন বক্স অফিসে। ঝড়ের বেগে ভাইরাল হওয়া অক্কির বক্স অফিস রেকর্ড নিয়ে এবার নয়া তথ্য এলো সামনে। 

অক্ষয় কমার (Akshay Kumar), খানেদের টেক্কা দিয়ে বিটাউনে (Btown) নিজের পায়ের তলার মাটি শক্ত করে একের পর এক ছবিতে ছক্কা হাঁকচ্ছেন তিনি। বিভিন্ন ঘরানার ছবি, বিভিন্ন চিত্রনাট্যে (Script) নিজেকে একাধিকবার ভেঙে গড়ে অক্ষয় কুমার বারে বারে নিজেকে প্রমাণ করেছেন। যার স্পষ্ট উত্তর মেলে বক্স অফিসে (Box Office) । সূর্ষবংশী (Sooriavanshi) হোক বা অতরঙ্গী রে (Atrangi re), একের পর এক ছবিতে অক্ষয় (Akshay Kumar) যাদুতে কাবু ভক্ত মহল। যার প্রভাব পড়ছে বিটাউন বক্স অফিসে। ঝড়ের বেগে ভাইরাল হওয়া অক্কির বক্স অফিস রেকর্ড নিয়ে এবার নয়া তথ্য এলো সামনে। সম্প্রতি এক তথ্য অনুযায়ী অক্ষয় কুমার আগামী বছর নিজেই বক্স অফিসে ব্যবসা করবেন ২০০০ কোটি টাকার। অক্ষয় কুমারের এই লাভের অঙ্ক শুনে রীতিমত অবাক অনেকেই। চলতি বছরেই মুক্তি পেয়েছে দুই ছবি। 

২০২১ সালে করোনার মাঝেই সর্বাধিক বক্স অফিস কালেকশন রিপোর্ট দিয়েছে সূর্যবংশী। সেই ছবির সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসেছিল পরবর্তী ছবির খবর অতরঙ্গী রে। সদ্য তা মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। এবার পাখির চোখ ২০২২ সাল, সিনে দুনিয়ার খামতি মেটাতে এই বছর ঢেলে ছবি মুক্তির দিন স্থির করা হয়েছে। যার মধ্যে পাইপলাইনে রয়েছে খোদ অক্ষয় কুমারের নয়টি প্রোজেক্ট। ৮টি সিনেমা ও একটি ওটিটি প্লাটফর্ম মুক্তি। সিনেমার মধ্যে হল পৃথ্বীরাজ, বচ্চন পান্ডে, রক্ষাবন্ধন, রামসেতু, সিন্ড্রেলা, ও মাই গড ২, ও একটি ওটিটি রিলিজ। সম্প্রতি ছবির প্রচারে অক্ষয় কুমারের সামনে এই তথ্য তুলে ধরতেই তিনি জানান, সকলে বক্স অফিসের ওপর কত তারাতারি কাজ করেছে, এটা শুনে তিনি গর্বিত, তাঁর মতে, যে কোনও ভালো কাজের পেছনে আসন রাজাই হল তার গল্প ও চরিত্র। তিনি আরও বলেন বিটাউনে বক্স অফিসের দিকে নজর দিয়ে, যে গত দুই বছেরের ক্ষতি দিকে তাকালে এটি নিঃসন্দেহে সুসংবাদ। 

করোনার জেরে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। সেই একি কোপ পড়েছিল বিনোদন জগতের মধ্যেই। একের পর এক ছবির শ্যুটিং মাঝ পথেই থামিয়ে ফেলতে হয়েছিল। বন্ধ সিনেমাহল, যার ফলে ব্যপক ক্ষতির মুখ দেখতে শুরু করেছিল গোটা বিশ্ব। সেই একই ঝড় বয়েছিল বলিউডের ওপর দিয়েও। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই আবারও নিয়ম ও সতর্কতা মেনে ছন্দে ফেরার পালা। তাই বক্স অফিসে লক্ষ্মী ফেরাতে এবার পাখির চোখ ২০২২। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে