বর্ষশেষেই বাজিমাত, ১০০ কোটির ক্লাবে হাজির 'গুড নিউজ'

Published : Dec 31, 2019, 04:06 PM ISTUpdated : Dec 31, 2019, 04:22 PM IST
বর্ষশেষেই বাজিমাত, ১০০ কোটির ক্লাবে হাজির 'গুড নিউজ'

সংক্ষিপ্ত

 ইতিমধ্যেই ১০০ কোটির ঘরে ঢুকতে চলেছে গুড নিউজ মাত্র ৪ দিনেই ৮৮ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিস বাজিমাত করেছে ছবিটি অক্ষয় মানেই ছবি হিটের ফর্মূলা তবে শুধু দেশেই নয়, বিদেশেও ভাল ভাবেই ব্যবসা করছে এই ছবি

আজ বছরের শেষ দিন। বর্ষবরণের উৎসবে মেতেছে প্রত্যকেই। নতুন বছরের উৎসবের আনন্দে মেতেছে প্রত্যেকেই। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, করিনা কাপুর , কিয়ারা আডবাণী এবং দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবি 'গুড নিউজ'। নামের মানরক্ষা করেছে এই ছবি। ইতিমধ্যেই ১০০ কোটির ঘরে ঢুকতে চলেছে এই ছবি।

আরও পড়ুন-বিদায়ের একেবারে শেষলগ্নে ২০১৯, এডিনবরায় পাড়ি দিলেন মিমি...

উইকএন্ড পেরিয়ে গেলেও বক্স অফিস ধরে রেখেছে এই ছবি। মাত্র ৪ দিনেই ৮৮ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিস বাজিমাত করেছে ছবিটি। নতুন বছরে পা রাখার আগেই যে ছবি ১০০ কোটি ঘরে ঢুকে যাবে তা কিন্তু হলফ করে বলাই যাচ্ছে। আর যদি  তাই  হয় তাহলে তো কোনও কথাই নেই। গোটা বছরটি যেন অক্ষয়ের।  একটি বা দুটি নয়, পরপর চারটে ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করবে বক্স অফিসে। 

আরও পড়ুন-'মালালা'র বায়োপিক এবার বড়পর্দায়, জেনে নিন মুক্তির দিন...

অক্ষয় মানেই ছবি হিটের ফর্মূলা। তার উপর বাণিজ্যে লক্ষ্মীলাভ - তা যেন আরও একবার প্রমাণ করে দেবেন অক্ষয়।  বক্স অফিস ইন্ডিয়ার প্রকাশিত  একটি রিপোর্ট অনুযায়ী সোমবার সারা দেশে ছবিটি ১৩ কোটি টাকা ব্যবসা করেছে।  তবে শুধু দেশেই নয়, বিদেশেও ভাল ভাবেই ব্যবসা করছে এই ছবি। 
 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য