
তপন বক্সী: আবার রোম্যান্টিক চরিত্রে অক্ষয়কুমার। বেশকিছু দিন পর অক্ষয়ের ভক্তরা আবার তাঁদের প্রিয় হিরোকে দেখতে পাবেন রোমান্টিক অবতারে। ভক্তদের নতুন করে খুশি করতে অক্ষয় ফের ফিরছেন রোম্যান্সে। তবে এবার রোমান্টিক মিউজিক ভিডিওয়।২০১৯-এর নভেম্বরে হিন্দি গানের মিউজিক ভিডিওয় প্রথমবার আত্মপ্রকাশ করেছিলেন অক্ষয়কুমার। নাম ছিল 'ফিলহাল'। ওই মিউজিক ভিডিওয় অক্ষয়ের লেডিলাভ ছিলেন অভিনেত্রী কৃতি স্যাননের ছোট বোন নূপুর স্যানন। গানটি ছিল,"কুছ এয়সা কর কামাল/কে তেরা হো জাঁউ/...ম্যাঁয় কিসি অউর কা হুঁ/ কে তেরা হো জাঁউ..."
২০১৯-এর নভেম্বরে রিলিজ হওয়ার পরেই চার মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওটি অভূতপূর্ব ভিউয়ারশিপ পায়। আদতে 'ইন্ডিয়ান পপ' জনারের এই মিউজিক ভিডিওটি মূলত পাঞ্জাবি আর হিন্দি গানের মিশ্রণ। লেবেলে যাকে বলা হয়েছিল 'দেশি মিউজিক '। ২০২১-এর জুন মাস পর্যন্ত 'ফিলহাল'-এর ভিউয়ারশিপ হল ১০০ কোটি। এহেন 'ফিলহাল'-এর প্রযোজক, পরিচালক এই ভিডিওটির দ্বিতীয় ভার্সান আনছেন বাজারে। যার নাম, 'ফিলহাল২'। অক্ষয়ের সঙ্গে এখানেও থাকছেন নূপুর স্যানন। অক্ষয়কেও দেখা যাচ্ছে সানগ্লাস পরা 'রোমিও'-র লুকে। সচরাচর এই ধরনের চরিত্র আক্কি এখন বড় পর্দার সিনেমায় করেন না।
আরও পড়ুন-'One Night Stand' থেকে মাসাবার জন্ম, সিঙ্গল মাদারহুড নিয়ে অকপট নীনা গুপ্তা...
আগামী ৩০ জুন সেই 'ফিলহাল মহব্বত২'-এর প্রথম টিজার রিলিজ হবে। প্রথম পর্বের মতই অক্ষয়কুমারের এই মিউজিক ভিডিওটির দ্বিতীয় পর্বটিও পরিচালনা করেছেন অরবিন্দর খৈরা। বিপ্র্যাক গেয়েছেন আর মিউজিকে সাহায্য করেছেন। গানটি লিখেছেন আর কম্পোজ করেছেন 'জানি'। পপ সিঙ্গার বিপ্র্যাক আর গীতিকার জানি-র কম্পোজিশনে এবছরের মার্চ মাসেই নওয়াজুদ্দিন সিদ্দিকি আর সুনন্দা শর্মা অভিনয় করেছিলেন "বারিশ কি জায়ে" নামে একটি মিউজিক ভিডিওয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।