মিউজিক ভিডিওতে বাজিমাত আলিয়ার, প্রকাশ্যে আসার পরই ভাইরাল নেট দুনিয়ায়

Published : Aug 15, 2019, 05:14 PM IST
মিউজিক ভিডিওতে বাজিমাত আলিয়ার, প্রকাশ্যে আসার পরই ভাইরাল নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

আলিয়া ভাটের মিউজিক ভিডিও মুক্তি পেল এই প্রথম মিউজিক ভিডিও তৈরি করলেন আলিয়া মুক্তি পাওয়ার পরই তা ভাইরাল নেট দুনিয়ায়  

আলিয়ার গলায় গান ইতিমধ্যেই সকলের শোনা হয়েগিয়েছে। এবার মহেশ কন্যা আলিয়া দর্শকদের জন্য নিয়ে এলেন মিউজিক ভিডিও। সেই গান মুক্তি পাওয়ার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। মুহুর্তে ভিউ সংখ্যা আকাশ ছুঁল প্রাডা গানটি। ভিডিওতে আলিয়াকে দেখা যায় তাঁর চেনা ভঙ্গিতেই। শুধু গান নয়, সমান তালে নাচেও মন কাড়লেন সকলের।

আরও পড়ুনঃ পুলওয়ামা শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গান শাহরুখ-অভিতাভসহ বিটাউন তারকাদের

আলিয়ার বড় পর্দায় প্রথম ডেবিউর সানায়া-কে যাঁদের মনে আছে তারা এই মিউজিক ভিডিওতে তাঁর খানিকটা ছাপ দেখতে পাবেন। স্টাইল থেকে শুরু করে লুক, পোশাক, সবেতেই যেন এক বিশেষ ছোঁয়া রেখে যেতে পচ্ছন্দ করেন আলিয়া। তবে তার জন্য বেজায় হোমওয়ার্ক করতে হয় নায়িকাকে। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 

 

 

এই মিউজিক ভিডিওটি তিনি তৈরি করেছেন দ্য দূরদর্শন নামক একটি ব্যান্ডের সঙ্গে। লাম্বরগিনি গানের মধ্যে দিয়ে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে এই ব্যান্ড। তাদের সঙ্গেই এবার জোট বেঁধে এই মিউজিক ভিডিও তৈরি করলেন আলিয়া ভাট। এই গান যথেষ্ট প্রশংসিতও হল বিভিন্ন মহলে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?