প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন আলিয়া, বছরের শুরুতেই নেমে এলো দুঃসংবাদ

  • বছরের শুরুতেই মিলল দুঃসংবাদ 
  • প্রিয় শিবাকে হারালেন আলিয়া 
  • মুহূর্তে ভেঙে পড়লেন অভিনেত্রীর 
  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি 

২০২০ সালটা খুব একটা সুখদায়ক যে ছিল না, তা আর আলাদা করে বলের অপেক্ষা রাখে না। বছরের প্রথম থেকেই প্রতিটা মানুষের মনে নেমে এসেছিল যেন চরম অভিশাপ। করোনার কোপ তো বটেই পরিবারের বহু সদস্যকে বহু পরিবার পলকে হারিয়েছিলেন। সেই তালিকাত থেকে বাদ পড়েনি আলিয়ার হবু স্বামী রণবীরের পরিবারও। ঋষি কাপুরের মৃত্যু পলকে কেড়েছিল এই পরিবারের মুখের হাসি। 

 

Latest Videos

সেই বছরকে কোনও মতে বিদায় জানিয়ে নতুন বছরে খানিক ভালো থাকার স্বপ্ন দেখেছিলেন সকলেই। দেখেছিলেন আলিয়াও। করোনার জেলে চার হাত এক হতে পারেনি ২০২০-তে। ২০২১ ঘিরে তাই স্বপ্ন অনেক। কিন্তু এ কি কাণ্ড। বছর পড়তেই আলিয়াকে ছেড়ে চলে গেল তাঁর প্রিয় পোষ্য শিবা। আলিয়ার ছোট্ট বিড়াল। যে সর্বক্ষণ আলিয়ার আগুপিছু ঘুরে বেড়াতো। 

 

সেই পোষ্যেরই মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আলিয়া ভাট। মুহূর্তে তা সকলের নজর কাড়ে। প্রায়সই শিবার সঙ্গে নানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন আলিয়া। তবে এবারই যেন শেষ। পোস্ট করে লিখলেন, শিবার এই হঠাৎ চলে যাওয়াটী মেনে নেওয়ার নয়। এরপরই সংবাদ ছড়িয়ে পড়ে সর্বত্র। আলিয়ার সোশ্যাল মিডিয়ার দৌলতে শিবারও ভক্ত সংখ্যা কিছু কম ছিল না। 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News