'শেষ দুবছর ভোলার নয়', ঋষি কাপুরের প্রয়াণে আবেগঘন পোস্ট আলিয়ার

Published : May 02, 2020, 04:52 PM IST
'শেষ দুবছর ভোলার নয়', ঋষি কাপুরের প্রয়াণে আবেগঘন পোস্ট আলিয়ার

সংক্ষিপ্ত

আলিয়ার সঙ্গে কবে হবে রণবীরের বিয়ে একের পর এক প্রশ্নে জেরবার কাপুর পরিবার তবে পুত্রবধূকে দেখে যেতে পারলেন না ঋষি চোখের জলে ভাসলেন আলিয়া

কবে বিয়ে হবে আলিয়া ভাট ও রণবীর কাপুরের! এই প্রশ্নে যখন জেরবার কাপুর পরিবারে, বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এল ঋষি কাপুরের আবারও অসুস্থ হওয়ার খবর। বুধবার সকালে সবে মাত্র বলিউড দেখেছে ইরফান খানের মৃত্যু, তার কিছুক্ষণের মধ্যেই ঋষি কাপুর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তখনও পর্যন্ত কাপুর পরিবার বুঝতে পারেনি এই রাতই অভিনেতার জীবনে শেষ রাত। পরের দিন সকালেই এক অভিনেতার প্রয়াণের খবর। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বর থেকে শ্মশানঘাট, ভিড় জমতে থাকে, তবে নিয়ম মেনেই। বুধবার রাত থেকেই হাসপাতালে ছিলেন রণবীর আলিয়া। পরেরদিন বিকেল চারটে নাগাদ দাহ করা হয় ঋষি কাপুরকে। সেই সময় পর্যন্ত একই সঙ্গে ছিলেন এই জুটি। বেশ কিছু ছবিও আসে প্রকাশ্যে। যেখানে দেখা যায় ঋষি কাপুরের মরদেহর পাশে ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া চোখ ভর্তি জল। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় চলে শোকজ্ঞাপনের পালা। 

 

 

পরিস্থিতি সামাল দিয়ে আলিয়াও ধরেন কলম। লেখেন, আজ যে মানুষটাকে নিয়ে এত লেখা হচ্ছে তাঁকে আমি হয়তো কাছে পেয়েছি মাত্র দুবছর। কিন্তু মনে হয় সারা জীবন ধরে তাঁকে চিনি। আমার খুব ভালো বন্ধু, ভালো গল্প বলার মানুষ, চাইনিজ খাবারের পার্টনার। এই দুটো বছর আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। যে ভালোবাসা, যে স্নেহ পেয়েছি তাঁর থেকে, সারা জীবন আগলে রাখব। অনেকেই আজ বলে থাকবেন, তিনি পরিবারের মত, তিনি সত্যিই এমনই মানুষ ছিলেন। সারা জীবন তোমার অভাব অনুভব করব।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

দৃশ্যম ৩-এ থাকছেন না অক্ষয় খান্না? ছবিতে জয়দীপ আহলাওয়াত-র এন্ট্রি নিয়ে জল্পনা তুঙ্গে
New Year 2026 Party: এই ৮টি গানে জমবে আসর, প্লে লিস্টে অ্যাড করুন