অনস্ক্রিনে আল্লু অর্জুনকে পাশে চান আলিয়া, সাক্ষাৎকারে বললেন মহেশ কন্যা

Published : Feb 09, 2022, 07:17 PM IST
অনস্ক্রিনে আল্লু অর্জুনকে পাশে চান আলিয়া, সাক্ষাৎকারে বললেন মহেশ কন্যা

সংক্ষিপ্ত

পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান ছবিটি দেখার পর ভাট পরিবারের সকলেই আল্লু অর্জুনের ফ্যান হয়ে গিয়েছে। আর সেই তালিকা থেকে মোটেই নিজেকে বাদ রাখেন নি ভাট পরিবারের ছোট কন্যা। বাড়ির সদস্যরা নাকি তাঁকে জিজ্ঞেসও করেছেন যে তিনি কবে এই দক্ষিণী সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

আলিয়া ভাট (Alia Bhatt)। প্রথম সারির বলিউড অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন মহেশ কন্যা (alia Bhatt)। বি-টাউনের প্রথম সারির অভিনেতাদের বিপরীতে আলিয়ার দাপুটে অভিনয় ভক্তদের মন ছঁয়ে যায়। কখনও নির্ভেজাল প্রেমের ছবির নায়িকা তো কখনও আবার হাইওয়ের মত একটু অন্য ধারার বলিউড ছবিতে অভিনয় করে সমালোচক থেকে দর্শক সকলের প্রশংসা কুড়ান বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট (alia Bhatt)। নতুন বছরেও আলিয়া অভিনীত বেশ কয়েকটি ছবি অপেক্ষা করছে আলিয়ার অনুরাগীদের জন্য। এরই মাঝে এক সাক্ষাৎকারে আলিয়া নিজের মনের ইচ্ছের কথা অকপটে স্বীকার করে নিলেন। প্রতিটি নায়ক বা নায়িকারই বিশেষ কারও সঙ্গে স্ক্রিন শেয়ার করার বাসনা থাকে । সেই রকমই এক সুপ্ত বাসনা রয়েছে বলি ডিভা আলিয়া ভাটেরও (Alia Bhatt)। তাহলে জেনেই নেওয়া যাক, হাইওয়ে নায়িকা কোন স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ারের স্বপ্ন দেখেন...

যার সঙ্গে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা, তিনি আর কেও নন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (South Indian actor Allu Arjun)। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন স্টুডেন্ট অফ ইয়ার নায়িকা। পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান (Pushpa The Rise Part One) মুক্তি পাওয়ার আগেই এই ছবির আইটেম সং -একেবারে গগনচুম্বী জনপ্রিয়তা লাভ করেছিল। আর সিনেমা মুক্তির পরও বক্স অফিসে দাপিয়ে ব্যাবসা করেছে আল্লু অর্জুনের (allu Arjun) পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান। শুধু সিনেপ্রেমী সাধারণ মানুষই নয়, এবার খোদ আলিয়া ভাটও দক্ষিণী স্টার আল্লু অর্জুনের (Allu Arjun) অভিনয় আর ক্রেজে গা ভাসিয়ে একেবারে কো-স্টার হিসাবে পাওয়ার আকাঙ্খা প্রকাশ করলেন নায়িকা। 

আরও পড়ুন-কত কোটিতে বিক্রি হল 'ডার্লিং' আলিয়া, প্রথম প্রযোজনা এবার ওটিটি-তে মুক্তি

আরও পড়ুন-চলতি বছরেই বিয়ের পিঁড়িতে আলিয়া-রণবীর, চলছে পুরো দমে চলছে শপিং, কোথায় সম্ভাব্য ডেস্টিনেশন

আরও পড়ুন-পোষ্যকে নিয়ে পোজ, ছবির প্রোমোশনে গাঙ্গু লুকে আলিয়া তাক লাগালেন নেটপাড়ায়

সাক্ষাৎকারে বলিউডের গ্ল্যামারাস নায়িকা আলিয়া ভাট (Alia Bhatt) আরও বলেন, পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান ছবিটি দেখার পর ভাট পরিবারের সকলেই আল্লু অর্জুনের ফ্যান হয়ে গিয়েছে। আর সেই তালিকা থেকে মোটেই নিজেকে বাদ রাখেন নি ভাট পরিবারের ছোট কন্যা। বাড়ির সদস্যরা নাকি তাঁকে জিজ্ঞেসও করেছেন যে তিনি কবে এই দক্ষিণী সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এখানেই শেষ নয়, বাড়িতে অভিনেতাকে আমন্ত্রন জানানোর কথাও বলেন মহেশ কন্যা। সেই সঙ্গে বলেন, আল্লু অর্জুনের সঙ্গে ছবিতে কাজ করার অপেক্ষায় রয়েছেন নায়িকা। অভিনেতার বিপরীকে নায়িকা হিসাবে কাজ করতে পারলে তাঁর ভালো লাগবে বলেও জানান আলিয়া।   

প্রসঙ্গত, বাহুবলী  পরিচালক রাজামৌলীর বহু প্রতীক্ষিত ছবি ট্রিপল আর-এ দুই দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং রাম চরণের সঙ্গে কাজ করেছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। খুব শীঘ্রই সিলভারস্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও আলিয়া অভিনীত গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, ব্রহ্মাস্ত্র, রকি অউর রানি কি প্রেম কাহানি-র মত একগুচ্ছ ছবি ভক্তদের জন্য নিয়ে আসছেন বলি নায়িকা আলিয়া ভাট। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য