স্বস্তিতে বচ্চন পরিবার, করোনা থেকে মুক্ত হলেন অমিতাভ বচ্চন

Published : Aug 02, 2020, 05:47 PM IST
স্বস্তিতে বচ্চন পরিবার, করোনা থেকে মুক্ত হলেন অমিতাভ বচ্চন

সংক্ষিপ্ত

করোনা রিপোর্ট এবার নেগেটিভ সুখবর বচ্চন পরিবারে স্বস্তিতে বলিউড, স্বস্তিতে গোটা দেশ অভিষেক এখনও হাসপাতালে

অবশেষে সুখবর শোনালেন অভিষেক বচ্চন। করোনা থেকে মুক্ত হলেন বিগ বি। রবিবার বিকেলেই সোশ্যাল মিডিয়ায় খবর দিলেন অভিষেক। করোনায় সংক্রমিত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। সেখান থেকেই পরবর্তীতে ভর্তি করা হয় অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যাকে। তবে জয়া বচ্চনের শরীরে পাওয়া যায়নি কোনও করোনার উপসর্গ। তাই তিনি বাড়িতেই ছিলেন।

 

 

বরিবারহ বাড়িতে ছাড়া হল অমিতাভকে। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির মেজাজ নেট দুনিয়ায়। সকলকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লেখেন, বাবার কোভিড পরীক্ষা নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। এখন বাড়িতেই বিশ্রামে থাকবেন। সকলকে শুভকামনার জন্য ধন্যবাদ। তবে অভিষেক বচ্চনের শরীরে এখনও করোনা পজিটিভ। তাই তাঁকে বর্তমানে ছুটি দেওয়া হয়নি। 

 

 

কয়েকদিন আগেই নানাবতী থেকে ছেড়ে দেওয়া হয়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যাকে। কন্টাইমেন্ট জোন থেকে বার করে দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের বাড়়ি জলসাকেও। ফলে এখন ভক্ত মহলে খুশির মেজাজ। ভালো আছেন শাহেনশাহ। তবে থাকতে হবে তাঁকে ডাক্তারি পরামর্শে। পাশাপাশি অভিষেকের শরীরের উন্নতি ঘটছে, তাও হাসপাতাল সূত্রে খবর। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত