সিঙ্গল মাদার, শো-এর উত্তর দিয়ে নয়, অমিতাভের মন জিতে ৫ লাখ

  • কউন বনেগা ক্রোড়পতী রিয়ালিটি শো-তে চমক
  • প্রতিযোগীকে নিজেই টাকা দিলেন অমিতাভ
  • জীবন সংগ্রাম দেখে মুদ্ধ হলেন তিনি 
  • তাই খালি হাতে ফেরালেন না প্রতিযোগীকে

বিনোদন জগতের জনপ্রিয় রিয়ালিটি শো-এর মধ্যে অন্যমত হল কেবিসি। যা দিয়ে নিজের ভাগ্য এক সময় ফিরিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। আর্থিকভাবে যখন ভেঙে পড়ছিলেন অমিতাভ, ঠিক তখনই তাঁর সামনে এসেছিল এই শো-এর প্রস্তাব। তাই ভাগ্যের পরিহাসের কথা অমিতাভ নিজের জীবন দিয়ে দেখেন। ফলে হটসিটে বসে থাকা মানুষের সংগ্রামের কাহিনি খুব সহজেই অমিতাভের মনকে ছুঁয়ে যায়। এবারও ঠিক তেমনটাই হল। 

প্রতিযোগী ছিলেন সিঙ্গল মাদার। নাম, স্বরূপা দেশপাণ্ডে। নিজের স্বপ্ন পূরণের ইচ্ছে বুকে নিয়ে কেবিসি-তে আসেন হাজার হাজার মানুষ। প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেন বিপুল অঙ্কের টাকা। তবে সবার ভাগ্যের শিঁকে ছেঁড়ে না। ঠিক তেমনটাই ঘটে স্বরূপা দেশপাণ্ডের ক্ষেত্রে। মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েই তাঁকে বাড়ি ফিরতে হয়। ব্যাগে থাকে কেবল দেড় লক্ষ টাকা। কিন্তু অমিতাভ বচ্চন তখনও ছিলেন সামনে। স্বরূপা দেশপাণ্ডের জীবনের নানা উঠা পড়ার গল্প তখন তাঁর শোনা শেষ। 

Latest Videos

 

 

নিরাশ করলেন না বিগ বি। নিজেই হাতে তুলেদিলেন পাঁচ লাখ টাকা। সেই টাকা দিয়েই নিজের কিছুটা হলেও পথ চলাটা মসৃণ করতে পারবেন স্বরূপা দেশপাণ্ডে। সেই আশাতেই সাহায্যের হাত বাড়ালেন খোদ অমিতাভ। যা দেখে আবারও নেটিজেনদের প্রশংসা পেলেন অভিনেতা। তবে এবারই প্রথম নয়, মাঝে মধ্যেই অমিতাভ বচ্চন বহু মানুষকে এভাবেই সাহায্য করে থাকেন। প্রতিটা সিজিনেই কিছু না কিছু উপহার নিয়ে হাজির হন বিগ বি। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury